ঢাকাFriday, 04 April 2025, 21 Choitro 1431

‘আর কখনোই মিউজিক ইন্ডাস্ট্রিতে ফিরব না’ 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ জানুয়ারি ২০২৪ , ০৪:১৯ পিএম


loading/img
ব্রিটনি স্পিয়ার্স

মার্কিনের জনপ্রিয় পপতারকা ব্রিটনি স্পিয়ার্স। বেশ কিছুদিন ধরেই এই গায়িকার সংগীতে ফেরার কথা শোনা যাচ্ছিল। এদিকে গুঞ্জন উঠেছে, মিউজিক ইন্ডাস্ট্রিতে আর কখনোই ফিরবেন না তিনি। তবে কি সত্যিই মিউজিক ছেড়ে দিচ্ছেন স্পিয়ার্স? 

বিজ্ঞাপন

স্পিয়ার্স গান ছেড়ে দিচ্ছেন এমন গুঞ্জনে রীতিমতো হতাশ তার শ্রোতা-দর্শকরা। সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি। ভক্তদের জানিয়েছেন এই খবরের কোনো সত্যতা নেই।

ইনস্টাগ্রামে স্পিয়ার্স লেখেন, এসব বেশির ভাগ খবরই ভুয়া। আমি নতুন অ্যালবামের জন্য বিভিন্ন লোকের সঙ্গে কাজ করছি। আমি আর কখনোই মিউজিক ইন্ডাস্ট্রিতে ফিরছি না। এটা শুধু মজা করার জন্য সংগীত লিখেছেন।

বিজ্ঞাপন

পাশাপাশি স্পিয়ার্স এটাও জানান, গেল দুই বছরে মানুষের জন্য ২০টিরও বেশি গান লিখেছেন তিনি।

২০২২ সালের আগস্টে স্যার এলটন জনের সঙ্গে ‘হোল্ড মি ক্লোজার’ গানটি গেয়ে ছয় বছরের বিরতি ভাঙেন স্পিয়ার্স। অগণিত ভক্তও চেয়েছিলেন আবার সংগীতে ফিরে আসুক তিনি।   

সূত্র : হিন্দুস্তান টাইমস 

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |