ঢাকাSunday, 16 March 2025, 2 Choitro 1431

বাংলাদেশে এসে ৩ কেজি ওজন বেড়েছে শ্রীলেখার!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩ , ০৫:১২ পিএম


loading/img

সম্প্রতি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে অংশ নিতে ঢাকায় এসেছিলেন টালিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এখানকার নানান খাবার বেশ তৃপ্তি নিয়ে খেয়েছেন তিনি। ফলে কয়েক দিনের সফরেই তিন কেজি ওজন বেড়েছে তার। নিজের এই ওজন বৃদ্ধির জন্য দীর্ঘদিনের বন্ধু বাংলাদেশের অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তিকে দায়ী করেছেন শ্রীলেখা। 

বিজ্ঞাপন

নিজ দেশে ফিরে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে ওজন বৃদ্ধির কথা জানিয়েছেন তিনি। শ্রীলেখা লিখেছেন, ‘বাংলাদেশে হ্যাংওভার করে বেশি না, ৩ কেজি বেড়েছে। এটা রুমানা ইসলাম মুক্তি গিফট (ইমোজি) করেছে।’ 

এর আগে, ঢাকায় থাকাকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ দেশের কোনো খাবারটি বেশি ভালো লেগেছে, জানতে চাইলে শ্রীলেখা বলেন, বাংলাদেশের সব খাবার ভালো। শাহি টুকরা খেলাম। কিন্তু নিজেকে অনেক কষ্টে সংযত করেছি। কারণ, আরেক পিস খাওয়ার ইচ্ছা ছিল। সেটার লোভ সংবরণ করেছি, আমি লোভী মানুষ। আর এ দেশের আতিথেয়তার সঙ্গে পৃথিবীর কোনো দেশ প্রতিযোগিতায় পারবে না।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |