এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। বর্তমানে নিয়মিত অভিনয় করছেন তিনি। পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে মেলে ধরছেন এই অভিনেতা। সাবলীল বাচনভঙ্গি ও নিপুণ অভিনয়ের মাধ্যমে হয়ে উঠেছেন দর্শকপ্রিয়।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজের সময়সাময়িক ব্যস্ততা এবং ঈদ প্ল্যান নিয়ে কথা বলেছেন আরটিভি নিউজের সঙ্গে। সাক্ষাৎকারটি নিয়েছেন হুমাইরা সিদ্দিকা-
আরটিভি : কেমন আছেন?
জোভান : আলহামদুলিল্লাহ, ভালো আছি।
আরটিভি : এবার ঈদ কোথায় করবেন?
জোভান : ঈদ ঢাকাতেই করব। প্রতিবার ঢাকাতেই করা হয়। কারণ, গ্রামের বাড়িতে কেউ থাকেন না।
আরটিভি : ঈদের দিনটি কীভাবে কাটান?
জোভান : ঈদের পুরো সময়টা আসলে ফ্যামিলিকেই দিই। আর বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডা দিয়েই বাকি সময়টা চলে যায়।
আরটিভি : ঈদ উপলক্ষে কী কী কাজ করেছেন?
জোভান : ঈদ উপলক্ষে অনেকগুলো কাজ করা হয়েছে, আবার ভ্যালেন্টাইনডেরও কিছু কাজ আসেনি। যেমন- লাভ সেমিস্টার, সুইট কেস, সুন্দরীতমা এই কাজগুলো আসবে। এ ছাড়া ঈদে নো মোর, মন জুড়ে, ঈদ সালামিসহ আরও বেশ কিছু কাজ অনএয়ারে যাবে।
আরটিভি : ঈদে সালামি পান?
জোভান : না ঈদে সালামি একদমই পাই না। আসলে এখন আর কেউ দেয় না।
আরটিভি : ঈদের দিন মায়ের হাতের কোন খাবার খেতে পছন্দ করেন?
জোভান : অনেক খাবারই পছন্দ। তবে ঈদে মায়ের হাতের পোলাও, রোস্ট এগুলাই আমার ভীষণ পছন্দ।
আরটিভি : শপিং করেছেন?
জোভান : শপিং এখনও করিনি। আসলে শুটিং নিয়ে অনেক ব্যস্ততা যাচ্ছে। ১৮ তারিখ পর্যন্ত টানা শুটিং চলবে, এরপরে ফ্রি। ইনশাআল্লাহ্, শুটিং শেষ করে শপিং করব।
আরটিভি : ঈদে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন?
জোভান : ঈদে বাবা-মাকে নিয়ে দেশের বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। বাকিটা আল্লাহ্ ভরসা।
আরটিভি : ছোট বেলার ঈদের কোন বিষয়টি এখনও মিস করেন?
জোভান : ছোট বেলায় ঈদ আমার নানুবাড়ি আগারগাঁও কলোনিতে কাটতো। তখন আসলে বেশিরভাগ সময়টা সেখানেই থাকা হতো আমার। ওখানকার ঈদ আসলে ভীষণ ইন্টারেস্টিং ছিল। কারণ, তখন এক বাসা থেকে আরেক বাসায় ইফতার পাঠানো হতো। আগের দিন রাতে সবাই মিলে মাঠে গিয়ে ঈদের চাঁদ দেখা। দেখা যেতো যে, ইফতারটা শেষ করে দৌরে চলে যেতাম চাঁদ দেখতে। তখন আসলে আলাদা একটা অনুভূতি ছিল কলোনি লাইফে। যেটা এখন ভীষণ মিস করি।