• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

সাহসী দৃশ্যে অভিনয় করে নজর কাড়লেন তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৫ অক্টোবর ২০২৪, ১৩:৫৪
তানিয়া বৃষ্টি

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত জীবন নিয়েও নানা সমালোচনা-গুঞ্জন শোনা যায়। এবার সাহসী দৃশ্যে অভিনয় করে সবার নজর কাড়লেন বৃষ্টি।

‘চোখটা আমাকে দাও’ নামে একটি নাটকে পতিতা চরিত্রে অভিনয় করে দর্শকদের তাক লাগিয়েছেন এই অভিনেত্রী। নাটকটি মুক্তির পর থেকেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন বৃষ্টি।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। এতে ফারহান আহমেদ জোভানের সঙ্গে জুটি বেঁধেছেন বৃষ্টি। এমন চরিত্র করতে পেরে উচ্ছ্বসিত বৃষ্টি।

গণমাধ্যমে অভিনেত্রী বলেন, এটি আমার প্রিয় একটি নাটক। চরিত্রটিতে অভিনয়ের জন্য যথেষ্ট প্রস্তুতি ছিল। সাগর ভাই আমার অত্যন্ত প্রিয় পরিচালক। তার নির্দেশনায় এর আগেও বেশ কিছু ভালো গল্পের নাটকে অভিনয় করেছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি তার প্রতি।

তিনি আরও বলেন, অবশ্যই আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সহশিল্পী জোভানের প্রতিও। ধন্যবাদ পুরো ইউনিটকে। এ নাটকের জন্য দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে প্রশংসা পাচ্ছি। আগামীতে আরও ভালো ভালো গল্পের প্রতি আমার মনোযোগ থাকবে।

প্রসঙ্গত, ‘চোখটা আমাকে দাও’ নাটকে জোভান-বৃষ্টি ছাড়া আরও অভিনয় করেছেন আকবাল হোসাইন, মাসুদ হারুন, ইশরাক পায়েলসহ অনেক।

আরটিভি/এইচএসকে/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বড়দিনে আরটিভির বিশেষ নাটক ‘বউয়ের মন পুলিশ পুলিশ’
নাঈম-তানিয়ার বিয়েতে যত শর্ত
আরশকে ‘নিমকহারাম’ উল্লেখ করে যা বললেন তানিয়া বৃষ্টি
ফের আরশকে নিয়ে তানিয়া বৃষ্টির বিস্ফোরক মন্তব্য