ঢাকাবৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

জাবি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ‘জেরা’

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭ , ০৩:০৩ পিএম


loading/img

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে আগামীকাল ১৬ সেপ্টেম্বর(শনিবার) সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রযোজনা ‘জেরা’।

বিজ্ঞাপন

ফরিদ কামিল রচিত ‘দি ইন্টারোগেশন’ অবলম্বনে রূপান্তর করেছেন তারিক আনাম খান। আলোক, সঙ্গীত, প্রজেকশন পরিকল্পনা ও নাট্য নির্দেশনায় রয়েছেন ইউসুফ হাসান অর্ক।

নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন তৌকীর আহমেদ। অভিনয় করছেন হাবিব মাসুদ, ফাহিম মালেক ইভান, রুবাইয়া জাবিন প্রিয়তা, আইনুন পুতুল। পোশাক পরিকল্পনা করেছেন তানিয়া।

বিজ্ঞাপন

নাটকের কাহিনিতে দেখা যাবে ১৫ ডিসেম্বর ১৯৭১, সারাদেশে তখন কারফিউ জারি রয়েছে। দিবাগত রাতে একটি বাড়িতে এক নারীকে ধরে আনা হয় জেরা করবার জন্য। শান্তি কমিটির সদস্য এবং আর্মিদের দ্বারা নিযুক্ত একজন বাঙালি দালাল তাঁকে জেরা করেন; কেননা সেই নারীর বাসায় খাটের নিচ থেকে বোমা পাওয়া গেছে।

নারীটি মধ্যবয়সী এবং দুই সন্তানের জননী। দুই ছেলের নাম যথাক্রমে রফিক ও সেলিম যারা মোটর-গাড়ির গ্যারেজে কাজ করে। জেরা করতে করতে ক্রমেই লোকটির হিংস্রতা ও নারীটির অসহায়ত্ব উন্মোচিত হয়। এক পর্যায়ে নারীটি চিৎকার করে মাথার উপরে হাত তুলে স্রষ্টার কাছে সাহায্য প্রার্থনা করে।

ঠিক সেই মুহূর্তে লোকটি নির্দেশ দেয় যে হাত দুটো যেন অনড় অবস্থায় উপরেই থাকে। নড়লেই তাঁর সন্তানদের মেরে ফেলা হবে। দুই হাতে দুই ছেলের ভাগ্য।

বিজ্ঞাপন

দীর্ঘক্ষণ নানা ছলে হাত নাড়ানোর চেষ্টা করা হলেও নারীটি তাঁর সন্তানদের জীবনের কথা ভেবে পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। হাত নড়ে না, কাঁপে না চোখের পাতাও। সকাল হয়ে যায়। ১৬ ডিসেম্বর ১৯৭১ সাল।

পিআর/এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |