বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার চার্জশীট জমা দেওয়া তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ জোনাল টিমের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামানের জেরা হয়নি। আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) আসামিপক্ষের আইনজীবীদের তাকে চতুর্থদিনের মতো জেরা করার জন্য দিন ধার্য ছিল।
তবে তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান অসুস্থ থাকায় এদিন তার জেরা হয়নি। তাই ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান অবশিষ্ট জেরার জন্য বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দিন রেখেছেন। ওই আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ ভূঞা এ তথ্য জানান।
গত ৩১ জানুয়ারি একই আদালতে তার জবানবন্দি গ্রহণ শেষ হয়। এরপর গত ৩ ফেব্রুয়ারি পর্যন্ত আসামিপক্ষের আইনজীবীরা তাকে তিন কার্যদিবস জেরা করেন। সবশেষ গত ৭ ফেব্রুয়ারি বিচারক অসুস্থ থাকায় জেরার তারিখ এক দফা পিছিয়ে ১০ ও ১১ ফেব্রুয়ারি রাখা হয়।
২০২০ সালের ১৫ সেপ্টেম্বর চার্জশিটভুক্ত ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়। এরপর ৫ অক্টোবর আবরারের বাবা বরকতউল্লাহর জবানবন্দি গ্রহণের মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্য শুরু হয়।
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে ছাত্রলীগের কিছু উশৃঙ্খল নেতাকর্মীর হাতে নির্দয় পিটুনির শিকার হয়ে মারা যান বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ। ঘটনার পরদিন নিহতের বাবা বরকতউল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা করেন।
গত বছর ১৩ নভেম্বর মামলায় ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ জোনাল টিমের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান।
কেএফ