মেজাজ হারিয়ে যা বললেন আলিয়া, ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক, আরটিভি

শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪ , ০৩:২৪ পিএম


আলিয়া ভাট
আলিয়া ভাট

মাঝে মধ্যেই ভক্ত কিংবা পাপারাজ্জিদের ওপর মেজাজ হারিয়ে নানান কাণ্ড ঘটিয়ে বসেন বলিউড তারকারা। এবার খেপলেন অভিনেত্রী আলিয়া ভাট। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও।  

বিজ্ঞাপন

ওই ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে ঢুকছেন আলিয়া ভাট, সঙ্গে রয়েছেন তার সহকারী ও নিরাপত্তারক্ষীরা। তাদের পেছন পেছন ক্যামেরা নিয়ে হাঁটতে থাকেন পাপারাজ্জিরাও। আলিয়া যখন বাড়ির লিফটের কাছে পৌঁছান, তখনও পাপারাজ্জিরা সেখানে। এ দৃশ্য দেখে বিরক্ত হয়ে এগিয়ে এসে মেজাজ হারিয়ে আলিয়া বলেন, আপনারা এখানে কী করছেন? এটা আমার ব্যক্তিগত এরিয়া।

মিডিয়ার সামনে সাধারণত মেজাজ হারাতে দেখা যায় না আলিয়াকে। কিন্তু এবার সেটাই ঘটেছে। তবে আলিয়ার রাগ করাকে শতভাগ সমর্থন করেছেন তার ভক্তরা।

বিজ্ঞাপন

একজন ভক্ত লিখেছেন, আলিয়া যথেষ্ট শান্ত রয়েছেন। পাপারাজ্জিদের কমনসেন্স থাকা উচিত। আরেকজন লেখেন, না থামালে পাপারাজ্জিরা আলিয়ার বেডরুম ও বাথ রুমে চলে যেতেন। এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেটদুনিয়ায়। 

প্রসঙ্গত, আলিয়ার পরবর্তী সিনেমা ‘জিগরা’। এটি পরিচালনা করছেন ভাষণ বালা। আগামী ১১ অক্টোবর মুক্তির কথা রয়েছে সিনেমাটির। এ ছাড়া ‘আলফা’ নামে একটি সিনেমার কাজও হাতে রয়েছে আলিয়ার। সর্বশেষ অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হার্ট অব স্টোন।’ গত বছরের ১১ আগস্ট মুক্তি পায় এটি। এ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হয়েছে আলিয়ার। এটি নির্মাণ করেছেন টম হার্পার।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission