ঢাকাSunday, 16 March 2025, 2 Choitro 1431

হাতে হীরার আংটি, মুখ খুললেন তামান্না

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৬ জুলাই ২০২৩ , ০৩:২৭ পিএম


loading/img
তামান্না ভাটিয়া

ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। তার পুরোনো একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এ ছবিতে দেখা যায়, তামান্নার বাঁ-হাতের আঙুলে শোভা পাচ্ছে বড় আকৃতির একটি হীরার আংটি, যা নিয়ে অন্তর্জালে শুরু হয় জোর চর্চা।

বিজ্ঞাপন

পিংকভিলা জানায়, তামান্নার সংগ্রহে নানারকম হীরার আংটি রয়েছে। বিস্ময়কর তথ্য হলো— বিশ্বের পঞ্চম বৃহত্তম হীরার মালিকও তামান্না! জমকালো একটি আংটিতে সেটি বসানো হয়েছে। হীরাটির আকার, ওজন এ আংটিতে আলাদা মাত্রা যোগ করেছে। এর মূল্য ২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৬৫ লাখ টাকার বেশি)।

বিশ্বের পঞ্চম বৃহত্তম হীরার মালিক তামান্না— এ খবর প্রকাশ্যে আসার পর বিষয়টি আরও বেশি চর্চায় পরিণত হয়। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন তামান্না ভাটিয়া। ইনস্টাগ্রাম স্টোরিতে হীরার আংটি পরা ছবিটি শেয়ার করে তামান্না লিখেছেন, একটি ফটোশুটের জন্য এটি পরেছিলাম। এটি আসল হীরা নয়।

বিজ্ঞাপন

তামান্না আংটিটি উপহার পেয়েছিলেন অভিনেতা রাম চরণের স্ত্রী উপাসনার কাছ থেকে। ‘সাই রা নরসিমহা রেড্ডি’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তামান্না। মুক্তির পর এ সিনেমা সুপারহিট হয়। সিনেমাটিতে তামান্নার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে এটি উপহার দেন উপাসনা। তামান্নার ভাইরাল ছবিটি ২০১৯ সালে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন উপাসনা। চার বছর পর সেই ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

প্রসঙ্গত, কোনিডেলা প্রোডাকশন কোম্পানির ব্যানারে ‘সাই রা নরসিমহা রেড্ডি’ সিনেমা প্রযোজনা করনে রাম চরণ। সুরেন্দর রেড্ডি পরিচালিত এ সিনেমা মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। ২০১৯ সালে এটি মুক্তি পায়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |