ঢাকাশনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

‘আমি একটু কম কাজ করি, তাই আলোচনায় কম’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩ , ০৩:৫৪ পিএম


loading/img

এ প্রজন্মের অভিনেত্রী নাজিফা তুষি। ‘হাওয়া’ সিনেমার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। সিনেমাটি দেশের পাশাপাশি বিদেশেও বেশ দর্শকপ্রিয়তা পায়। এরপর তাকে খুব একটা কাজে দেখা না গেলেও শিগগিরই ব্যস্ত হয়ে পড়বেন বলে জানিয়েছেন তুষি।       

বিজ্ঞাপন

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের কাজের নানান বিষয় নিয়ে কথা বলেন এই অভিনেত্রী।  

তুষি বলেন, আমি একটু কম কাজ করি। তাই কাজগুলো আলোচনায়ও কম আসে। হয়তো ‘হাওয়া’র পর গ্রহণযোগ্যতা বেড়েছে। মানুষ এখন আরও বেশি জানতে চায়, যেটা খুবই ভালো দিক। এটা আমি সাধুবাদ জানাই। আগামী বছরের ফেব্রুয়ারিতে সিনেমার কিছু কাজ হবে, যেগুলো ডেভেলপিং স্টেজে আছে। সামনেই একটার পর একটা কাজ শুরু হবে আমার।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, অনেক সময় দুই/তিন মাস ভালো কাজের কোনো প্রস্তাব আসে না। আবার যে রকম কাজ করতে চাই, কোনো মাসে সে রকম পাঁচটারও প্রস্তাব পেয়েছি। ‘হাওয়া’র পর যে কয়টি কাজের প্রস্তাব পেয়েছি, মূলত সেগুলো নিয়েই অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ব্যস্ত থাকব। তবে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত ফ্রি ছিলাম।   

২০১৪ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন নাজিফা তুষি। ‘আইসক্রিম’ দিয়ে চলচ্চিত্রে নাম লেখান। এর অর্ধযুগের মাথায় ‘হাওয়া’ সিনেমার মাধ্যমে তুমুল আলোচিত হন এই অভিনেত্রী। এ ছাড়া ওটিটিতেও তার কাজ বেশ আলোচিত হয়েছে। 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |