ঢাকাFriday, 09 May 2025, 26 Boishakh 1432

বছর শেষে সংসার ভাঙল অভিনেত্রীর

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩ , ০৩:৫৪ পিএম


loading/img
ইশা কোপিকর

বলিউডে সংসার ভাঙার খবর নতুন কিছু নয়। কিছুদিন পরপরই দাম্পত্য জীবনের ইতি টানছেন তারকারা। এবার দীর্ঘ ১৪ বছরের সংসার জীবনের সমাপ্তি ঘটালেন অভিনেত্রী ইশা কোপিকর।

বিজ্ঞাপন

গত নভেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে স্বামী টিমি নারাংকে ডিভোর্স দিয়েছেন ইশা। পাশাপাশি ৯ বছর বয়সী কন্যা রিয়ানাকে নিয়ে টিমির বাড়ি ছেড়েও চলে গেছেন এই অভিনেত্রী।

এ প্রসঙ্গে ইশা বলেন, বিষয়টি নিয়ে আমার কিছু বলার নাই। ব্যক্তিগত জীবন পুরোপুরি আড়ালে রাখতে চাই। আপনাদের সহযোগিতার জন্য ভীষণ আনন্দিত আমি।  

বিজ্ঞাপন

এদিকে ভারতীয় গণমাধ্যমে একটি সূত্র জানায়, বনিবনা না হওয়ায় আলাদা হয়ে গেছেন ইশা-টিমি। তবে সংসারটা টিকিয়ে রাখার জন্য সব ধরনের চেষ্টা করেও ব্যর্থ হন এই দম্পতি। বর্তমানে মেয়েকে নিয়ে আলাদা বসবাস করছেন ইশা।

জানা গেছে, জিম করতে গিয়ে টিমির সঙ্গে পরিচয় হয় ইশার। এরপরেই একে ওপরের প্রেমে পড়েন তারা। পরে ২০০৯ সালের নভেম্বরে গাঁটছড়া বাঁধেন এই জুটি। বিয়ের ৫ বছরের মাথায় কন্যাসন্তান রিয়ানার বাবা-মা হন ইশা-টিমির। 

প্রসঙ্গত, তেলুগু সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন ইশা। ২০০০ সালে মুক্তি পায় ইশার প্রথম হিন্দি সিনেমা ‘ফিজা’। পরে ‘পেয়ার ইশক আউর মহব্বত’, ‘কোম্পানি’, ‘কেয়ামত’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী।    

বিজ্ঞাপন

সূত্র : টাইমস অব ইন্ডিয়া 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |