ঢাকাSunday, 11 May 2025, 28 Boishakh 1432

মধ্যরাতে ওমর সানীর রহস্যময় স্ট্যাটাস, কমেন্টেসে ‌‘ডিভোর্স’ প্রসঙ্গ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪ , ০২:৩৫ এএম


loading/img
ফাইল ছবি

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের দর্শকপ্রিয় নায়ক ওমর সানী। বর্তমানে অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত তিনি। এবার মধ্যরাতে ফেসবুকে এক রহস্যময় স্ট্যাটাস দিয়ে ফের আলোচনায় তিনি।

বিজ্ঞাপন

সোমবার (৮ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে ফেসকুকে এক স্ট্যাটাস তিনি লিখেছেন, ‘আজকে আমি কোর্টে যাচ্ছি, তোরে আমি...।’

 

বিজ্ঞাপন

স্ট্যাটাস দিয়েই নেটিজেনদের বিভিন্ন প্রশ্নে রাগও প্রকাশ করেছেন তিনি। অনেকের প্রশ্নের রিপ্লাই দিয়ে সেটি প্রকাশও করেছেন এ অভিনেতা।

মো. মুকসাদুল হাসান নামে এক ফেসবুক ব্যবহারকারী ওমর সানীর স্ট্যাটাসের কমেন্টে লিখেছেন, ‘ডিভোর্স দিয়ে দিলেন নাকি’। রিপ্লাইয়ে সানী লিখেছেন, ‘কাকে ভাই তোমার ওয়াইফ’।

বিজ্ঞাপন

মোহাম্মদ আলাউদ্দিন নামে অপর এক ফেসবুক ব্যবহারকারীর কমেন্টেসে লিখেছেন, ‘এত রাতে কোর্ট বন্ধ... মাথা ঠান্ডা করুন ভাইজান’। রিপ্লাইয়ে সানী লিখেছেন, ‘বারোটার পর সকালের কথা বলা হয় বুইঝা কথা বললেন বোকা।’

‘চৌধুরী সাহেব আবার আপনার পিছু লেগেছে!’- কাজী হাসনাইন আহমেদ নামে একজন মজা করে এমনটাই লিখেছেন।

সবশেষ ওমর সানীকে দেখা গেছে ‘ডেডবডি’ নামের একটি সিনেমায়। এটি নির্মাণ করেছেন মোহাম্মদ ইকবাল। ওমর সানী ছাড়াও অভিনয় করেছেন জিয়াউল রোশান, অন্বেষা, শ্যামল মওলা, রাশেদ মামুন অপু, মিষ্টি জাহান প্রমুখ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |