‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’ পেলেন যে তারকারা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ৩০ মার্চ ২০২৪ , ১২:৫০ পিএম


‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’ পেলেন যে তারকারা
ছবি : সংগৃহীত

ভারতের কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’র আসর। চলতি বছর অনুষ্ঠানটিতে বাজিমাত করেছেন বাংলাদেশি তিন তারকা— জয়া আহসান, তাসনিয়া ফারিণ ও সোহেল মন্ডল। সেরার মুকুট জিতেছেন তারা।  

বিজ্ঞাপন

শুক্রবার (২৯ মার্চ) ২০২৩ সালে টালিউডে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে সেরাদের পুরস্কিত করতে কলকাতার আইটিসি রয়েল বেঙ্গলে বসেছিল এই আসর। 

তারকাবহুল জমকালো এই অনুষ্ঠানে সেরা অভিনেতা, সেরা নির্মাতাসহ মোট আটটি বিভাগের পুরস্কার দখলে নিয়েছে সিনেমা ‘শেষ পাতা’। সেরা চলচ্চিত্র, সেরা অভিনেত্রীসহ মোট ছয়টি পুরস্কার ‘অর্ধাঙ্গিনী’র ঝুলিতে। অন্যদিকে রীতিমতো সবাইকে চমকে দিয়ে  সাতটি পুরস্কার পেয়েছে ‘মায়ার জঞ্জাল’। এছাড়া আরও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন তারকারা।      

বিজ্ঞাপন

জয়া আহসান, তাসনিয়া ফারিণ ও সোহেল মন্ডল

আসুন একনজরে দেখে নেওয়া যাক ‘ফিল্মফেয়ার বাংলা ২০২৪’ পুরস্কার পেয়েছেন যারা— 

জীবনকৃতি সম্মান: প্রভাত রায়

বিজ্ঞাপন

সেরা অভিনেতা: প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (শেষ পাতা)

সেরা অভিনেতা (সমালোচক): মিঠুন চক্রবর্তী (কাবুলিওয়ালা)

সেরা অভিনেত্রী: চূর্ণী গঙ্গোপাধ্যায় (অর্ধাঙ্গিনী)

সেরা অভিনেত্রী (সমালোচক): স্বস্তিকা মুখোপাধ্যায় (শিবপুর)

সেরা সহ–অভিনেত্রী: জয়া আহসান (অর্ধাঙ্গিনী)

সেরা সহ–অভিনেতা: অম্বরীশ ভট্টাচার্য (অর্ধাঙ্গিনী) ও কৌশিক গঙ্গোপাধ্যায় (আরও এক পৃথিবী) 

সেরা পরিচালক: অতনু ঘোষ (শেষ পাতা)

সেরা সিনেমা: অর্ধাঙ্গিনী (কৌশিক গঙ্গোপাধ্যায়) 

সেরা নবাগতা অভিনেত্রী: তাসনিয়া ফারিণ 

সেরা সিনেমা (সমালোচক): মায়ার জঞ্জাল (ইন্দ্রনীল রায়চৌধুরী)

সেরা নবাগত পরিচালক: সুমন্ত্র রায় (ঘাসজমি) 

সেরা নবাগত অভিনেতা: সোহেল মণ্ডল (মায়ার জঞ্জাল)

জীবনকৃতি সম্মাননা পেয়েছেন প্রভাত রায়

সেরা নবাগতা অভিনেত্রী: তাসনিয়া ফারিণ (আরও এক পৃথিবী)

সেরা সংলাপ: অতনু ঘোষ, (শেষ পাতা)

সেরা অরিজিনাল স্ক্রিপ্ট: ইন্দ্রনীল রায়চৌধুরী, সৌগত সিনহা (মায়ার জঞ্জাল)

সেরা মৌলিক গল্প: অতনু রায়, (শেষ পাতা)

সেরা সিনেমাটোগ্রাফি: ইন্দ্রনীল মুখোপাধ্যায়, (মায়ার জঞ্জাল)

সেরা সাউন্ড ডিজাইন: শুভদীপ সেনগুপ্ত (মায়ার জঞ্জাল)

সেরা প্রোডাকশন ডিজাইন: তন্ময় চক্রবর্তী (কাবুলিওয়ালা)

সেরা পোশাকসজ্জা: ঋতুরূপা ভট্টাচার্য (মায়ার জঞ্জাল)

সেরা সম্পাদক: সুমিত ঘোষ (মায়ার জঞ্জাল)

সেরা গায়িকা: ইমন চক্রবর্তী (আলাদা আলাদা, অর্ধাঙ্গিনী) ও অবর্ণা রায় (মলয় বাতাসে, নীহারিকা)

সেরা গায়ক: অরিজিৎ সিং(ভাবো যদি, কাবুলিওয়ালা)

সেরা গীতিকার: অনুপম রায় (আলাদা আলাদা, অর্ধাঙ্গিনী)

সেরা মিউজিক অ্যালবাম: অনুপম রায় (দশম অবতার)

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: দেবজ্যোতি মিশ্র (শেষ পাতা)

প্রসঙ্গত, বলিউডের অন্যতম ঐতিহ্যবাহী পুরস্কার ‘ফিল্মফেয়ার’। অনেকে আবার এই পুরস্কারকে ভারতের অস্কারও বলে থাকেন। বেশ কয়েক বছর ধরে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্যও পৃথকভাবে আয়োজন করা হয় ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’। এবারই প্রথম বাংলাদেশি তারকারাও জিতে নিলেন এই পুরস্কার।    
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission