ঢাকাসোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

‘আমার আর সৃজিতের সম্পর্ক স্বামী-স্ত্রীর মতো’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৮ জুলাই ২০২৩ , ০২:২৮ পিএম


loading/img

টলিউডের জনপ্রিয় দুই তারকা যিশু সেনগুপ্ত ও সৃজিত মুখার্জি। একজন ভালো অভিনেতা, অন্যজন খ্যাতিমান নির্মাতা। দুজন ভালো বন্ধু ছিলেন। একসঙ্গে উপহার দিয়েছেন বেশ কয়েকটি ব্যবসা সফল সিনেমা। প্রায় দুই বছর আগে চিড় ধরে সৃজিত-যিশুর বন্ধুত্বে। তবে বর্তমানে তাদের সেই দূরত্ব মিটেছে। চলতি বছরে ফের এই নির্মাতার সিনেমায় দেখা যাবে যিশুকে।

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে সৃজিতের সঙ্গে মনোমালিন্য নিয়ে মুখ খোলেন অভিনেতা। তিনি জানান যে, তাদের মতের অমিল হয়েছিল। তবে বর্তমানে সেই ঝামেলা মিটে গেছে অনেকটাই।

যিশু বলেন, আমি আর সৃজিত অনেকটা স্বামী-স্ত্রীর মতো। আমরা ঝামেলা করি, তারপর চুমু খেয়ে আবার সেই ঝামেলা মিটিয়ে নেই। কয়েকটি বিষয়ে মতের অমিল হয়েছিল। আমরা দুজনেই একে অপরকে নিয়ে অনেক কথা বলি। 

বিজ্ঞাপন

অভিনেতা আরও বলেন, সে সময় দুজনেই অনেক দুঃখ পেয়েছিলাম। যেহেতু আমরা খুবই কাছের বন্ধু, তাই দুজনেই একটু বেশিই কষ্ট পাই। কিন্তু আমাদের বন্ধুত্বটা বেঁচে ছিল আর আমরা সব ঝামেলা মিটিয়ে নিয়েছি।  

জানা গেছে, ‘লহ গৌরাঙ্গের নামে রে’ নামে একটি সিনেমার পরিকল্পনা করেন সৃজিত। সেই সিনেমায় চৈতন্যদেবের চরিত্রে যিশুকে কাস্ট করার কথা ভাবেন প্রযোজক রানা সরকার। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি যিশু এবং সে সময় সৃজিত জানিয়েছিলেন যে যিশু কখনই তার প্রথম পছন্দ ছিলেন না। আর তখনই সামনে আসে তাদের মনোমালিন্যের কথা।

চলতি বছরের আসন্ন পূজায় মুক্তি পাবে সৃজিত নির্মিত সিনেমা ‘দশম অবতার’। এতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য ও জয়া আহসানের সঙ্গে দেখা যাবে যিশুকেও।  

বিজ্ঞাপন

উল্লেখ্য, সবশেষ ২০১৮ সালে ‘এক যে ছিল রাজা’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন সৃজিত-যিশু। বর্তমানে হিন্দি, তামিল, তেলেগুর কাজ নিয়েই বরং বেশি ব্যস্ত থাকেন এই অভিনেতা। আগামীতে এই অভিনেতাকে দেখা যাবে ‘দ্য ট্রায়াল’ ওয়েব সিরিজে। এতে বলিউড অভিনেত্রী কাজলের স্বামীর চরিত্রে অভিনয় করেছেন যিশু।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |