ঢাকাশনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

৭ দিনে ৬ কোটি আয় করল দশম অবতার

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩ , ০৮:৩৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দুই বাংলার অভিনেত্রী জয়া আহসান। দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলা দাপিয়ে বেড়াচ্ছেন। এরই মধ্যে বেশ কিছু প্রশংসিত সিনেমা উপহার দিয়েছেন। গত ১৯ অক্টোবর মুক্তি পেয়েছে জয়া অভিনীত ‘দশম অবতার’ সিনেমা। এটি নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি।

বিজ্ঞাপন

মুক্তির পর দর্শকরা সিনেমাটির প্রশংসা করেন। সময়ের সঙ্গে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া সামনে আসছে। তবে সবকিছু ছাপিয়ে সিনেমাটিতে বিশেষভাবে নজর কেড়েছেন জয়া আহসান। সমালোচনা মিশ্র হলেও বক্স অফিসে ভালো ব্যবসা করছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ইনস্টাগ্রাম পোস্টে প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘দশে- দশ, দশম অবতার! সব রেকর্ড ভেঙে সিনেমাটি ৭ দিনে আয় করেছে ৪.৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৯৬ লাখ টাকার বেশি।

বিজ্ঞাপন

বলিউডের রোহিত শেঠির স্টাইলে বাংলা ভাষায়ও কপ ইউনিভার্স গড়েছেন সৃজিত মুখার্জি। ‘২২ শ্রাবণ’-এর সিক্যুয়েল বানিয়েছেন ‘দ্বিতীয় পুরুষ’ শিরোনামে। আর ‘২২ শ্রাবণ’-এর প্রিক্যুয়েল ‘দশম অবতার’। এ সিনেমায় জয়ার বিপরীতে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য।

এ ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |