ঢাকাশুক্রবার, ৩০ মে ২০২৫, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩২

মাকে নিয়ে তাহসানের আবেগঘন বার্তা

বিনোদন ডেস্ক, আরটিভি

রোববার, ১২ মে ২০২৪ , ১১:৩৯ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

বিশ্ব মা দিবসে ‘গরবিনী মা-২০২৪’ সম্মাননা পেয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খানের মা ড. জেড এন তাহমিদা বেগম। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই জনপ্রিয় শিল্পী।

বিজ্ঞাপন

তাহসান বলেন, সবার সফলতার পেছনে মায়েদের ভূমিকা সবার আগে। আমাদের সবার সাথেই মায়ের দোয়া থাকে। যখন তারা থাকেন না, বাবা-মায়ের মূল্যবান ভালোবাসা না পাওয়া যায়, কেবল তখনই বোঝা যায় জীবনের সব অর্জন আসলে ঠুনকো, মূল্যহীন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমি জীবনে অনেক পুরস্কার পেয়েছি। কিন্তু এই যে সুযোগ স্টেজে দাঁড়িয়ে বলা মাকে কতটা ভালোবাসি, এটা আসলে অমূল্য। এজন্য আমি আয়োজক প্রতিষ্ঠানের কাছে কৃতজ্ঞ।

প্রসঙ্গত, গেল ঈদে প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির একটি গানে তাহসানকে দেখা গেছে। যাতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গানটি ব্যাপক সাড়া ফেলেছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |