• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

‘আজকে আমি যা হয়েছি সব ক্রেডিট মায়ের’

আরটিভি নিউজ

  ১২ মে ২০২৪, ১৮:৪২
ছবি : আরটিভি

বিশ্ব মা দিবস উপলক্ষে আরটিভি দ্বিতীয় বারের মতো আয়োজন করে ‘আরটিভি স্বপ্নজয়ী মা সম্মাননা ২০২৪’। সেখানে সম্মাননা পেয়েছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ সাফা কবিরের মা মিসেস জেসমিন কবির। বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত এ অভিনেত্রী।

নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাফা কবির আরটিভিকে বলেন, আজকের দিনটা কতটুকু স্পেশাল তা ভাষায় প্রকাশ করার মতো নয়। স্পেশালি থ্যাংকস টু আরটিভি এই দিনটাকে আরও অনেক বেশি স্পেশাল করে তোলার জন্য।

তিনি আরও বলেন, আমার মা যে স্বপ্নজয়ী সম্মাননা পেয়েছে এটা আসলে আমি কখনও ভাষায় প্রকাশ করতে পারবো না আমার কেমন লাগছে। আজকে আমি যা হয়েছি বা এখানে এই মঞ্চে দাঁড়িয়ে আছি সেটার সম্পূর্ণ ক্রেডিট আমার মায়ের। শুধু মায়ের কথা বললেই হবে না, একইসঙ্গে আমার বাবারও। কারণ, আমি তাদের একমাত্র সন্তান। তারা কখনই তাদের স্বপ্ন আমার ওপরে চাপিয়ে না দিয়ে বরং সবসময় স্বাধীনতা দিয়েছে যাতে আমার ইচ্ছে-শখ এবং স্বপ্ন পূরণ করতে পারি। এজন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ।

সাফা এ সময় আরও বলেন, আপনারা সবাই আমার ও আমার মায়ের জন্য দোয়া করবেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আল্লাহ আমাকে বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে: সাফা কবির
সাফা কবিরের একগুচ্ছ ছবি ভাইরাল
আগে মানুষগুলোকে বাঁচানো দরকার, এরাই দেশ গড়বে: সাফা কবির 
২৬ জনের পরিবার থেকে যেভাবে সন্তানদের পড়ালেখা করিয়েছেন নাজমিন হক