ঢাকারোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন শ্রীলেখা

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ , ০৯:৪৭ এএম


loading/img
ছবি: সংগৃহীত

ভারতের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বিভিন্ন কারণে প্রায়ই খবরের শিরোনাম হন টালিউডের এই তারকা। দর্শকদের ভালোবাসা ও কটাক্ষে সময় কাটে তার। সম্প্রতি এই অভিনেত্রী নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুলেছেন।

বিজ্ঞাপন

আনন্দবাজারকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে শ্রীলেখা বলেন, আমি দ্বিতীয় বিয়ে করার কথা ভাবছি না। এখনও দূর পর্যন্ত এমন কাউকে দেখতে পাইনি যাকে দেখে মনে হতে পারে হ্যাঁ, এই তো সে যার জন্য অপেক্ষা করছি। নিজে নিজে বস হয়ে যাওয়ার পর আর এসব ভালো লাগে না।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, টিভি রিমোট নিয়ে কাড়াকাড়ি, পাশে শুয়ে কেউ নাক ডাকছে এটা এখন আর সহ্য করতে পারব না। আমি কুকুরদের নিয়ে ভালো আছি। ওদের সঙ্গে শুয়ে থাকি রাজার মতো। পাশে আরেকজনকে নিয়ে শুতে পারব না।

বিজ্ঞাপন

সাক্ষাৎকারে শ্রীলেখা মিত্র প্রথম স্বামীকে নিয়েও কথা বলেন। জানান, বিচ্ছেদ হলেও এখনও প্রাক্তন শ্বশুরবাড়িতে যাতায়াত আছে তার। এমনকি বজায় আছে সুসম্পর্কও। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |