• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

যাদের সঙ্গে ‘সম্পর্ক ছিন্ন’ করার ঘোষণা ন্যান্সির 

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০২ আগস্ট ২০২৪, ১১:৩৭
ছবি: সংগৃহীত

জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। গানের পাশাপাশি সামজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। প্রায়ই বিভিন্ন ইস্যুতে ফেসবুকে পোস্ট দেন এই গায়িকা। তারই ধারাবাহিকতায় এবার চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়েও লিখেছেন তিনি।

বৃহস্পতিবার (১ আগস্ট) ন্যান্সি লিখেছেন, প্রিয় সুশীল গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ভাই ও বোনেরা, আপনারা যারা চিরকাল সুবিধাভোগী; ভাবছেন সব স্বাভাবিক হয়ে এলেই সরল বাংলাদেশের মানুষ আপনাদের বন্দনায় ব্যস্ত হয়ে যাবে? আপনাদের পুনরায় তারকার মুকুট পরিয়ে অর্ঘ্য নিবেদন করবে? ক্ষমতাসীন রাজনৈতিক মহলের সঙ্গে তোলা প্রোফাইল পিকচার বদলে কিংবা লোক দেখানো লাল রঙে কাভার ফটো রাঙিয়ে নিজেকে বিপদসীমার বাইরে রেখেছেন, কিন্ত চলমান পরিস্থিতি নিয়ে টু শব্দটি করেননি! ভবিষ্যতে যার সঙ্গে ছবি দিলে, গুন-বন্দনার নামে চাটুকারিতা করলে দুটো পয়সা বেশি পাবেন সে ফন্দি-ফিকির করছেন, ধিক্কার আপনাদের।

তিনি আরও লিখেছেন, বিশ্বাস করেন, আপনাদের মধ্যে শিল্পের বিন্দুমাত্র অবশিষ্ট নেই। বরং আপনাদের দেখলে ধান্দাবাজ মনে হয়। অতীতের মতো সত্যি কথা বলার অপরাধে যদি আমি বেয়াদব বা অসহনশীল খেতাব পাই, তাতে আমি অখুশি নই। আপনাদের কীর্তি শুধু আমি নই, সারা বাংলাদেশের মানুষ দেখেছে ও দেখছে। সুযোগ বুঝে ভোল পাল্টে বীর সাজবেন, সে আশায় গুঁড়ে বালি।

সবশেষে ন্যান্সি লিখেছেন, আপনাদের সঙ্গে কাজের সূত্রে যে সম্পর্ক ছিলো সেটা আমি ছিন্ন করলাম। আপনাদের বর্জন করলাম। জানি তাতে আপনাদের কিছু আসে যায়না। তাতে কি! আমি তো আয়নার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, আমার ওতেই চলবে।

ভক্ত-অনুরাগীরা ন্যান্সির এই পোস্টে নানা ধরনের মন্তব্য করেছেন।

মোহাম্মদ সাজিবুর রহমান নামে একজন লিখেছেন, ভালোবাসা অবিরাম প্রিয় আপু। ধন্যবাদ এই সুন্দর প্রতিবাদের জন্য।

ওমর ফারুক লিখেছেন, ভালোবাসা বেড়ে গেলো আপু।

রিমা আক্তার লিখেছেন, স্যালুট আপু।

জালাল সিদ্দিকী নামে আরেকজন লিখেছেন, আপু স্যালুট। শিল্পীদের পক্ষ থেকে এই ধরনের সাহসী উচ্চারণের দরকার ছিল। তা আপনি করলেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রলীগ নেতাকর্মীসহ ৩৯১ জনের নামে মামলা
কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসির পাসের হার ৭১ দশমিক ১৫
আবু সাঈদ হত্যা: হঠাৎ আলোচনায় বেরোবি শিক্ষকের ফেসবুক পোস্ট
ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি, তালিকায় যে ৯২ পুলিশ কর্মকর্তা