আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরব ছাত্র জনতা। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত দেড়টার দিকে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
এদিকে, আওয়ামী লীগকে নিষিদ্ধের ইস্যুতে মুখ খুলেছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বৃহস্পতিবার (২০ মার্চ) ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এই শিল্পী লিখেন, আওয়ামীলীগ নিষিদ্ধ করার কিছু নেই। এই দল ডাইনোসর এর মত বহু আগেই বিলুপ্ত হয়ে নতুন নামকরণ করে হয়েছিল মুজিব লীগ। দীর্ঘদিন নির্লজ্জের মত জোর পূর্বক ক্ষমতায় থেকে হয়েছিল সন্ত্রাসী লীগ। পালাবো না বলেও পালিয়ে যাওয়া নেত্রী দলের লোকদের ফেলে স্বপরিবারে দেশের অর্থ লুট করে পলায়নের পর এরা হোলো এতিম লীগ। করোনা ভাইরাসের মত মিউট্যান্ট হয়ে এখন তারা অনলাইন বট লীগ, জনতার কাছে এরা পতিত লীগ।
তিনি আরও লিখেন, বাংলাদেশের ইতিহাসে আর কোনো রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ে এতো কমেডিয়ান নেতৃবৃন্দ এবং তৃণমূলে এতো কুরুচিপূর্ণ নেতাকর্মী আজ অবধি দেখা যায়নি! বিগত ১০ বছরে হাসিনার নেতৃত্বে তার দলের সিংহভাগ লোকের রাজনৈতিক শিস্টাচার তলানিতে ঠেকেছে। আগ্রাসী আচরণের জন্য খুনী ফ্যাসিস্ট মাফিয়া হাসিনার অনুসারীদের সহসাই পুনর্বাসন নয় ; বরং রাজনৈতিক পাঠশালায় ভর্তি করে অ, আ, ক, খ শেখানো উচিত।
অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২০ মার্চ) ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন তিনি।
আরটিভি/এএ