• ঢাকা রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১
logo

বন্যার্তদের পাশে দাঁড়াতে মনির খানের উদ্যোগ

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৫ আগস্ট ২০২৪, ১২:৫০
মনির খান
মনির খান

ভয়াবহ বন্যার কবলে পড়া মানুষদের বাঁচাতে সাধারণ মানুষের পাশাপাশি এগিয়ে এসেছেন শোবিজ তারকারাও। অন্যান্যদের মতো বানভাসিদের সহায়তায় সরব হয়েছেন সংগীতশিল্পী মনির খানও। বন্যার্তদের জন্য স্যালাইন সংগ্রহ করেছেন তিনি।

শুধু তাই নয়, বন্যার্তদের সহায়তায় দেশের সব মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ইতোমধ্যে কয়েক দফা ফেসবুকে লাইভও করেছেন মনির। জানান, বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চান তিনি।

এ প্রসঙ্গে গণমাধ্যমে মনির বলেন, আমার ফেসবুক ফলোয়াররা এরই মধ্যে দুর্গত এলাকায় কাজ শুরু করেছেন। আমি প্রস্তুতি নিচ্ছি বন্যাকবলিত এলাকায় গিয়ে মানুষকে সহায়তা করতে।

সংগীতশিল্পী আরও বলেন, একটি ওষুধ কোম্পানিকে ফোন করেছিলাম। সেখান থেকে তারা আমাকে ২০ কার্টন খাবার স্যালাইন পাঠিয়েছে। সেগুলো নিয়ে আমি এ সপ্তাহের মধ্যে নোয়াখালীর দুর্গত এলাকায় যাব।

তিনি বলেন, এ ছাড়া ফেসবুক লাইভ করার পর দেশ-বিদেশ থেকে বিভিন্ন মাধ্যমে অর্থ সহায়তা পাঠিয়েছেন আমার অনুরাগীরা। সেগুলোর সঙ্গে আমার অর্থ যোগ করে জরুরি পণ্যসামগ্রী নিয়ে মানুষের হাতে পৌঁছে দেব।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপদেষ্টা নাহিদের উপস্থিতিতে মনির খানের গান রেকর্ড
আজ নাদিয়ার জন্মদিন
ফের রাজনীতিতে সরব হচ্ছেন গায়ক মনির খান
ভিন্ন মতের মানুষ হওয়াটাই কি আমার অপরাধ ছিল:  মনির খান