• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

বাবা হারালেন কণ্ঠশিল্পী মনির খান

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২১ জানুয়ারি ২০২৫, ১৮:৪৪
ছবি: সংগৃহীত

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সংগীতশিল্পী মনির খানের বাবা মো. মাহবুব আলী খান। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে ঝিনাইদহের নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৯ বছর।

জানা গেছে, বার্ধক্যজনিত কারণে গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন গায়কের বাবা।

গণমাধ্যমে মনির খানের বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করে দেশের খ্যাতিমান গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার বলেন, আজ বিকেলে মৃত্যু হয়েছে মনির খানের বাবার। গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ৯৯ বছর বয়স হয়েছিল। আর কিছুদিন হলেই শত বছর পূর্ণ হতো।

এদিকে মনির খানের ছেলে মোসাব্বির খান মুহূর্ত সামাজিক যোগাযোমাধ্যমে মৃত্যুর খবরটি নিশ্চিত করে লিখেছেন, ‘আমার দাদা মাহবুব আলি খান আজ বিকেল ৪:১০ নাগাদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আমার দাদা আর নেই। সবাই আমার দাদার জন্যে দোয়া করবেন।’

প্রসঙ্গত, ১৯৯৬ সালে ‘তোমার কোন দোষ নেই’ অ্যালবাম প্রকাশ করেন মনির খান। এই অ্যালবামের প্রায় সব গানই মন ছুঁয়ে গেছে শ্রোতাদের। এখন পর্যন্ত চার দশকেরও বেশি একক অ্যালবাম এবং তিন শতাধিক দ্বৈত ও মিশ্র অ্যালবাম প্রকাশ হয়েছে তার। পাশাপাশি পাঁচ শতাধিক সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।


আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবার জানাজার মাঠ থেকে কণ্ঠশিল্পী মনির খানের আইফোন চুরি 
নতুন বছর ‘স্বৈরাচারী অঞ্জনা’ নিয়ে ফিরছেন মনির খান
বিএনপি মতাদর্শের সাংস্কৃতিক তারকারা কোণঠাসা হয়ে পড়েছিল: মনির খান
দেড় দশক পর বিজয়ের উৎসবে একসঙ্গে তারা চারজন