• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

বাবার জানাজার মাঠ থেকে কণ্ঠশিল্পী মনির খানের আইফোন চুরি 

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ জানুয়ারি ২০২৫, ১৪:০৪
বাবার জানাজার মাঠ থেকে কণ্ঠশিল্পী মনির খানের আইফোন চুরি 
ছবি : আরটিভি

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের বাবা মাহবুব আলী খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ঝিনাইদহের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে বিকেল ৪টা ৩০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি দীর্ঘ ছয় মাস অসুস্থতাজনিত কারণে বেড রেস্টে ছিলেন। মৃত্যুকালে জনপ্রিয় এই গায়কের বাবার বয়স হয়েছিল ১০১ বছর।

বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুর নিজ গ্রামে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং সেখান থেকে তার আইফোন চুরি হয়ে যায়।

মনির খান নিজেই সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। পরে পারিবারিক কবরস্থানে তার বাবাকে দাফন করা হয়েছে।

মনির খান গত কয়েক দশক ধরে সংগীতচর্চা করে যাচ্ছেন। একক অ্যালবামের পাশাপাশি চলচ্চিত্রে গান গেয়েও শ্রোতাদের মন জয় করেছেন তিনি। সংগীতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা। এখনো শ্রোতাদের নতুন নতুন গান উপহার দিয়ে যাচ্ছেন এ কণ্ঠশিল্পী।

বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলেন মনির খান। মাঝে দলত্যাগ করলেও এখন তাকে বিএনপির নানা অনুষ্ঠানে দেখা যাচ্ছে।

আরটিভি/এমকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবা হারালেন কণ্ঠশিল্পী মনির খান
নতুন বছর ‘স্বৈরাচারী অঞ্জনা’ নিয়ে ফিরছেন মনির খান
বিএনপি মতাদর্শের সাংস্কৃতিক তারকারা কোণঠাসা হয়ে পড়েছিল: মনির খান
দেড় দশক পর বিজয়ের উৎসবে একসঙ্গে তারা চারজন