ঢাকাSunday, 11 May 2025, 28 Boishakh 1432

নতুন পরিচয়ে জায়েদ খান

আরটিভি নিউজ

সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪ , ০৪:৫৮ পিএম


loading/img
ছবি:সংগৃহীত

বর্তমানে সিনেমার পর্দায় ঝলক না দেখালেও স্টেজ শো করে দর্শক মাতাচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান। বিশেষ করে প্রবাসী বাঙালিদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তার। বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন তিনি। আর সেখান থেকেই নতুন খবর দিলেন এই নায়ক। 

বিজ্ঞাপন

নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানায় উপস্থাপক হিসেবে নিজেকে মেলে ধরবেন তিনি। ঠিকানার ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদনমূলক একটি টকশো উপস্থাপনা করবেন ‘অন্তর জ্বালা’ খ্যাত নায়ক।

বিজ্ঞাপন

নিউইয়র্ক থেকে উচ্ছ্বাস প্রকাশ করে জায়েদ খান বলেন, প্রথম কোনোকিছু সবসময়ই স্পেশাল। প্রথমবার দর্শক আমাকে উপস্থাপক হিসেবে দেখবেন। আমি খুব এক্সাইটেড এবং নার্ভাস। দর্শক কীভাবে আমাকে গ্রহণ করে সেটি দেখার অপেক্ষায়। দেশের চলচ্চিত্র ও সংস্কৃতি তুলে ধরব অনুষ্ঠানটির মাধ্যমে।

তিনি আরও বলেন, বিদেশের মাটিতে ঠিকানা দেশের জন্য কাজ করছে। বাংলা ভাষাভাষীদের জন্য কাজ করে যাচ্ছে। তারা আমাকে এমন একটি আয়োজনে রাখায় কৃতজ্ঞতা।

বিজ্ঞাপন

২০০৬ সালে ভালোবাসা ভালোবাসা সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন জায়েদ খান। প্রেম করবো তোমার সাথে, নগর মাস্তান, ভালোবাসা সীমাহীন, অন্তর জ্বালা ও সোনার চরসহ বহু সিনেমায় দেখা গেছে তাকে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির তিনবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে বিশেষভাবে আলোচনায় আসেন জায়েদ খান। এরপর নানা ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন এই নায়ক।

আরটিভি/এএ/এস
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |