নব্বই দশকের বাংলা সিনেমার গানের সঙ্গে নেচে মঞ্চ মাতাবেন জায়েদ খান 

আরটিভি নিউজ

রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:১৮ এএম


নব্বই দশকের বাংলা সিনেমার গানের সঙ্গে নেচে মঞ্চ মাতাবেন জায়েদ খান 

জুলাই-আগস্ট আন্দোলনের আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। তবে বাংলাদেশে সরকার পতনের পর মাতৃভূমিতে ফেরার ইচ্ছা থাকার পরও সেটি আর হয়ে ওঠেনি এ নায়কের।

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে আমেরিকায় সময় কাটানো জায়েদ খান সেখানেই বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন। সেই ধারাবাহিকতায় এবার মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডাতে এক তারা বসন্ত উৎসবের মঞ্চ মাতাবেন। নব্বই দশকের বাংলা সিনেমার গানকে থিম করে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানটির। জায়েদ খানের পাশাপাশি বাংলাদেশের আরও বেশকিছু তারকা এই অনুষ্ঠানে অংশ নেবেন। 

c203560f-5e0d-457b-87dc-3552038ea582

বিজ্ঞাপন

জায়েদ খান বলেন, ‘আমার দেশের নব্বই দশকের বাংলা সিনেমার গানের সঙ্গে পারফর্ম করবো। আর আমার সঙ্গে থাকবে আমেরিকার বংশোদ্ভূত একঝাঁক মেয়ে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। এখানে এসে আমার দেশের মানুষের ভালোবাসায় সত্যি অনেক মুগ্ধ হয়েছি।’

অনুষ্ঠানটি শনিবার দিবাগত রাতে অনুষ্ঠিত হবে।

এ দিকে নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’য় যোগ দিয়েছেন জায়েদ খান। সেখানে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখা যাবে এই নায়ককে। ঠিকানার ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদনমূলক একটি টকশো উপস্থাপনা করবেন, যেখানে শোবিজ ও চলচ্চিত্রের তারকারা উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission