অনলাইনে ‘পুষ্পা টু’ সিনেমা ডাউনলোড করলেই পড়তে হবে বিপদে

বিনোদন ডেস্ক, আরটিভি

সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ , ০৬:৫৫ পিএম


সংগৃহীত
ছবি:সংগৃহীত

বহু প্রতীক্ষার পর গত ৫ ডিসেম্বর মুক্তি পায় আল্লু অর্জুনের ‘পুষ্পা টু: দ্য রুল’। এরপর থেকেই একের পর রেকর্ড ভেঙে চলেছে সিনেমাটি। বক্সঅফিস মাতানোর পাশাপাশি শুরু থেকেই ঘটছে সিনেমাটি ঘিরে একের পর এক বিপত্তি।         এরই মধ্যে সিনেমাটির হলপ্রিন্ট কপি বিভিন্ন অনলাইন সাইটে পাওয়া যাচ্ছে। অনেকে ডাউনলোডেরও চেষ্টা করছেন।

যারা এই ছবিটি ডাউনলোডের চেষ্টা করছেন তাদের জন্য অপেক্ষা করছে বিপদ! কারণ কোনো সিনেমার পাইরেটেড কপি অনলাইনে ফাঁস করে ছড়িয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ। এই অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকলে নির্দিষ্ট শাস্তির মুখে পড়তে হবে।

বিজ্ঞাপন

তাছাড়া অনলাইন থেকে পার্সোনাল কম্পিউটার/ল্যাপটপে এই সিনেমা ডাউনলোড করলে এর সঙ্গে প্রবেশ করতে পারে ভাইরাস, স্পাইওয়্যার।

প্রথমত, কোনো সিনেমার পাইরেটেড কপি অনলাইনে ফাঁস করে ছড়িয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ। এই অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকলে নির্দিষ্ট শাস্তির মুখে পড়তে হবে। তাছাড়া পার্সোনাল কম্পিউটার/ল্যাপটপে প্রবেশ করতে পারে ভাইরাস, স্পাইওয়্যার। পাইরেটেড ওয়েবসাইটগুলো প্রায়শই ম্যালওয়্যার, স্পাইওয়্যার এবং অন্যান্য ক্ষতিকারক সফ্টওয়্যার দিয়ে ভরা থাকে। যা আপনার ডিভাইস এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার স্তর ভেঙে দিতে পারে।

কিছু সাইট বিনা মূল্যে সিনেমা ডাইনলোড করার অনুমতি দেয়। কিন্তু প্রদত্ত সাবস্ক্রিপশন বা পরিষেবার জন্য সাইন আপ করার জন্য ব্যবহারকারীদের সঙ্গে প্রতারণা করে। এর ফলে ক্রেডিট কার্ড জালিয়াতি, ফিশিং স্ক্যাম, ভুয়া অফার ইত্যাদি প্রতারণার ফাঁদে পড়তে পারেন ডাউনলোডকারীরা।

জানা গেছে, মুক্তির কয়েক ঘণ্টার মধ্যে, পুষ্পা টু সিনেমা তামিলরকার্স, ফিল্মজিলা, মুভিরুলজ, ইবোমা এবং তামিলযোগী-সহ বিভিন্ন অবৈধ পাইরেসি ওয়েবসাইটে ফাঁস হয়েছে। এই প্লাটফর্মগুলো ১০৮০পি, ৭২০পি, ৪৮০পি এবং এইচডির মতো একাধিক রেজোলিউশনে পাইরেটেড সংস্করণ সরবরাহ করছে। যা বিনা মূল্যে ডাউনলোড করা যাচ্ছে। কিন্তু এগুলো ডাউনলোড করলে একাধিক বিপদে পড়তে পারেন ডাউনলোডকারীরা।

বিজ্ঞাপন

আরটিভি/এএ/এআর 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.