ঢাকাসোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২

অভিনেত্রীর গাড়ির চাপায় শ্রমিক নিহত

বিনোদন ডেস্ক, আরটিভি

রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪ , ১০:২২ এএম


loading/img
ছবি: সংগৃহীত

মাঝে মধ্যেই ভক্তদের জন্য বিপদে পড়েন তারকারা। পোহাতে হয় নানা ধরনের ঝামেলা। এমনকি আইনি জটিলতায় পড়েন তারা। তবে শুধুমাত্র ভক্তদের জন্যই তারকারা বিপদে পড়েন না। তারকাদের জন্য দর্শক কিংবা সাধারণ মানুষও বিপাকে পড়েন। 

বিজ্ঞাপন

কয়েকদিন আগেই ‘পুষ্পা টু’র প্রিমিয়ারে ভক্তদের হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে নারীর মৃত্যুতে আইনি গ্যাড়াকলে পড়েছেন আল্লু অর্জুন। যদিও এতে অভিনেতার কোনো হাত ছিল না। কিন্তু এবার ঘটলো আরেক ঘটনা। জনপ্রিয় মারাঠা অভিনেত্রী উর্মিলা কোঠারির গাড়ির চাপায় নিহত হলেন এক শ্রমিক। 

জানা গেছে, ভারতের মুম্বাইয়ের কান্দিভালিতে রাস্তার পাশে মেট্রো স্টেশনের কাজ করছিলেন ওই শ্রমিক। এ সময় উর্মিলার গাড়ির নিচে দুইজন শ্রমিক চাপা পড়লে ঘটনাস্থালেই একজন মারা যান। অন্যজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

গত ২৭ ডিসেম্বর রাতে শুটিং শেষে বাড়ি ফিরছিলেন উর্মিলা। এ সময় গাড়ি চালাচ্ছিলেন তার চালক। পয়সার মেট্রো স্টেশনের কাছে মেট্রোর কাজ চলছিল। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রো স্টেশনের নির্মাণশ্রমিকদের ওপর উঠে যায়। 

এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শ্রমিকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরেক শ্রমিক। এ ঘটনায় উর্মিলা ও তার গাড়ির চালকও সামান্য আহত হয়েছেন। ইতোমধ্যে এই দুর্ঘটনার জন্য চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, মারাঠি সিনেমা জগতে জনপ্রিয় মুখ উর্মিলা। ‘দুনিয়াদারি’, ‘শুভমঙ্গল সাবধান’, ‘তি সাধ্যা কায় কারতে’র মতো সিনেমাতে অভিনয় করেছেন তিনি। টেলিভিশনেও বেশ পরিচিত তিনি। প্রায় ১২ বছর ফের ছোটপর্দায় অভিনয়ে ফিরেছেন উর্মিলা। তার স্বামী আদ্দিনাথ কোঠারি। তিনিও একজন অভিনেতা ও পরিচালক।

বিজ্ঞাপন

আরটিভি/এইচএসকে/এস
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |