‘পুষ্পা ২’ না দেখতে দেওয়ায় প্রেমিকার আত্মহত্যার চেষ্টা, অতঃপর...
বহু প্রতীক্ষার পর চলতি মাসের ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে আল্লু অর্জুনের ‘পুষ্পা টু: দ্য রুল’। মুক্তির পর ছবিটি একের পর এক রেকর্ড গড়েই যাচ্ছে।
ছবিটি রেকর্ড গড়ার পাশাপাশি বিপদেও পড়ছে। সিনেমা মুক্তির দিনে দেখতে গিয়ে এক নারী পদপিষ্ট হয়ে মারা যান। এবার ফুলের বদলে এক প্রেমিকা প্রেমিকের কাছে ছবিটি দেখার আবদার করে। কিন্তু বেরসিক প্রেমিক রাজি না হওয়ায় বিপত্তি ঘটে। আত্মহত্যার চেষ্টা করে অভিমানী প্রেমিকা। এ ঘটনা ভারতের বেনারসের।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আত্মহত্যার চেষ্টা করা তরুণী বিএইচইউ’র ছাত্রী। প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর হোটেলের তৃতীয় তলা থেকে লাফ দেন তিনি। সঙ্গে সঙ্গে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে অবস্থা আশঙ্কাজনক। প্রেমিককেও আটক করেছে পুলিশ। চলছে জোর তদন্ত।
জানা গেছে, ওই তরুণ-তরুণী ঝাড়খণ্ডের ধানবাদ থেকে এরা শহরে বেড়াতে এসেছিলেন। দাবি করা হচ্ছে, সেখানেই ওই তরুণী আহ্লাদ করে পুষ্পারাজ দর্শনের বায়না করে। কিন্তু প্রেমিক রাজি না হওয়ায় ছাদ থেকে লাফিয়ে নিজেকে শেষ করে দেওয়ায় চেষ্টা করেন তিনি।
এদিকে ‘পুষ্পা ২’ বিশ্বব্যাপী ১৫০০ কোটির ঘর পেরিয়েছে কবেই। একে একে ভেঙেছে রেকর্ড। এখনও সিনেমা হলে ছুটছে লাগাম ছাড়া পাগলা ঘোড়ার মতো। গতকাল শুক্রবারেও ভারতব্যাপী হাজার কোটির ঘর ছুঁয়েছে আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার সিনেমাটি।
আরটিভি/এএ/এস
মন্তব্য করুন