যে কারণে দুইবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন শাবানা আজমি

বিনোদন ডেস্ক, আরটিভি

বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫ , ০৯:৪৬ এএম


যে কারণে দুইবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন শাবানা আজমি
শাবানা আজমি

বলিউডের অন্যতম গুণী অভিনেত্রী শাবানা আজমি। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমায় ভিন্নমাত্রার চরিত্রে সাবলীল অভিনয়ে দর্শকদের নজর কেড়েছেন তিনি। তবে কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা ছিল তার। এমনকি দুইবার নাকি আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন শাবানা আজমি। 

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রীর বাবা ছিলেন জনপ্রিয় কবি শওকত আজমি। বরাবরই তার পরিবার সাংস্কৃতিকতায় সমৃদ্ধ ছিল। কিন্তু এমন পরিবারে জন্মানোর পরেও ছোটবেলায় নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে শাবানা আজমিকে। 

জীবনে অনেক কঠিন পরিস্থিতির মোকাবিলা করলেও দুবার আত্মহত্যা করতে গিয়েছিলেন তিনি। মূলত, ছোটবেলায় তার ভাইয়ের সঙ্গে অভিনেত্রীর তুলনা করা হতো বারবার। সেখান থেকে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগতে থাকেন তিনি। আর সে কারণেই নিজেকে শেষ করতে গিয়েছিলেন তিনি। 

বিজ্ঞাপন

অন্যদিকে জাভেদ আখতারকে বিয়ের পরও শাবানা আজমি নিয়ে কম চর্চা হয়নি। তিনি যেহেতু বিবাহিত ছিলেন এবং সন্তানও ছিল। তাই স্বাভাবিকভাবেই শাবানা আজমির বাড়ি থেকে মেনে নিতে চাননি এই সম্পর্ক। যদিও প্রথম স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর ১৯৮৪ সালে অভিনেত্রীকে বিয়ে করেন জাভেদ। 

প্রসঙ্গত, ১৯৭৪ সালে ‘অঙ্কুর’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন শাবানা আজমি। সিনেমায় এক স্বাধীন, শক্তিশালী, আত্মনির্ভর নারীর চরিত্রে অভিনয় করে তুমুল প্রশংসা কুড়ান অভিনেত্রী। এরপর একের পর বক্সঅফিসে হিট সিনেমা উপহার দেন তিনি।  


আরটিভি/এইচএসকে-টি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission