ঢাকাশুক্রবার, ৩০ মে ২০২৫, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩২

অবশেষে ক্যানসারের কাছে হার মানলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৮ জানুয়ারি ২০২৪ , ০৯:১৩ এএম


loading/img
শ্রীলা মজুমদার

পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রীলা মজুমদার আর নেই। শনিবার (২৭ জানুয়ারি) দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৫।

বিজ্ঞাপন

এদিন রাতেই কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় শ্রীলার। গত ৩ বছর ধরে ক্যানসারে ভুগছিলেন এই অভিনেত্রী। গেল বছর নভেম্বর মাসে শ্রীলার শারীরিক অবস্থার অবনতি হয় বলে জানা গেছে।

অভিনেত্রীর স্বামী এসএনএম আব্দি জানান, গত ১৩ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত কলকাতার একটি ক্যানসার হাসপাতালে ভর্তি ছিলেন শ্রীলা। এরপর বাড়িতে নিয়ে আসা হয় তাকে। তখন বাড়িতেই ছিলেন শ্রীলা।

বিজ্ঞাপন

শ্রীলার ছেলে সোহেল আব্দি পড়াশোনার সূত্রে লন্ডনে থাকেন। কিন্তু মায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দেশে ফিরে আসেন তিনি।

সর্বশেষ কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘পালান’ সিনেমায় দেখা গেছে শ্রীলাকে। ১৯৮০ সালে মৃণাল সেনের ‘পরশুরাম’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি।  তখন শ্রীলার বয়স ছিল ১৬। এরপর ‘এক দিন প্রতি দিন’, ‘আকালের সন্ধানে’, ‘খারিজ’র মতো উল্লেখযোগ্য সিনেমায় অভিনয় করেছেন শ্রীলা।

শাবানা আজমি, স্মিতা পাতিল, নাসিউরুদ্দিন শাহের মতো অভিনেতাদের সঙ্গে পর্দা দেখা গেছে শ্রীলাকে। শ্যাম বেনেগালের পরিচালনায় ‘আরহণ’, ‘মান্ডির’ মতো সিনেমাতেও কাজ করেছেন তিনি।  

বিজ্ঞাপন
Advertisement

সূত্র : আনন্দবাজার

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |