ধর্মেন্দ্র-শাবানার চুমুকাণ্ড, নেটদুনিয়া উত্তাল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ৩০ জুলাই ২০২৩ , ০১:৪৬ পিএম


ধর্মেন্দ্র ও শাবানা আজমি
ধর্মেন্দ্র ও শাবানা আজমি

বলিউডের বরেণ্য অভিনয়শিল্পী ধর্মেন্দ্র ও শাবানা আজমি। ধর্মেন্দ্রর বয়স এখন ৮৭, আর শাবানা আজমির ৭২ বছর। কিন্তু এ বয়সেও অভিনয় করছেন তারা।

বিজ্ঞাপন

শুধু তাই নয়, একেবারে চুম্বন দৃশ্যে অভিনয় করতেও পিছপা হননি ধর্মেন্দ্র-শাবানা। করন জোহরের ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় এ জুটির চুম্বন দৃশ্য নিয়ে জোর চর্চা চলছে নেটদুনিয়ায়। এ চর্চার মাঝে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ধর্মেন্দ্র।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ধর্মেন্দ্র বলেন, আমি শুনেছি শাবানা এবং আমার চুম্বন দৃশ্য নাকি দর্শকদের অবাক করেছে। দর্শকরা আমাদের রসায়ন পছন্দ করেছেন। আমার মনে হয়, লোকজন এটা আশা করেননি, এটা হঠাৎ করে ঘটেছে, তাই এই ঘটনা প্রভাবিত করেছে। শেষবার আমি নাফিসা আলিকে ‘লাইফ ইন অ্যা মেট্রো’ সিনেমায় চুমু খেয়েছিলাম, সেই দৃশ্যও দর্শকদের প্রশংসা পেয়েছিল।

বিজ্ঞাপন

চুম্বন দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে ধর্মেন্দ্র বলেন, করন (করন জোহর) যখন দৃশ্যটি আমাকে বর্ণনা করেছিল, তখন আমি উত্তেজিত হইনি, বরং হেসেছিলাম। কারণ আমি জানতাম, দৃশ্যটি জোর করে নয়, সিনেমার প্রয়োজনেই রাখা হয়েছে। তাই রাজি হয়ে যাই, করনকে ‘হ্যাঁ’ বলি। আমার মনে হয় প্রেমের কোনো বয়স হয় না। বয়স তো শুধুই সংখ্যা। দুটি মানুষ একে অপরের ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসা প্রকাশ করবে। শাবানা কিংবা আমি কেউই এই দৃশ্যের শুটিংয়ের সময় অস্বস্তিতে পড়িনি। বরং নান্দনিকতার সঙ্গেই দৃশ্যের শুটিং হয়েছিল।

এ সিনেমার গল্পে আলিয়া ভাট বাঙালি, আর রণবীর সিং পাঞ্জাবি। স্বাভাবিক কারণে সামাজিক-সংস্কৃতিগত কিছু তফাত তাদের রয়েছে। এসব বিষয় রকি আর রানি অর্থাৎ আলিয়া-রণবীরের বিয়েতে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু দুই পরিবারকে তাদের বিয়ের জন্য রাজি করাতে চান তারা। আর তাতে বাধে বিপত্তি। নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়েছে গল্প।

সিনেমাটিতে রণবীর সিংয়ের দাদার চরিত্রে অভিনয় করেছেন ধর্মেন্দ্র। আর আলিয়া ভাটের দাদির চরিত্রে অভিনয় করেছেন শাবানা আজমি। আলিয়া ভাটের বাবা-মায়ের চরিত্রে অভিনয় করেছেন কলকাতার চূর্ণি গাঙ্গুলি এবং টোটা রায়চৌধুরী।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, শুক্রবার (২৮ জুলাই) ভারতের ৩ হাজার ২০০ পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি। ২ দিনে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ২৮ কোটি রুপির বেশি।

সূত্র : নিউজ এইট্টিন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission