• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

বছরের শুরুতেই আদর-দীঘির চমক!

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০২ জানুয়ারি ২০২৫, ১০:৪০
ছবি: সংগৃহীত

বছরের শুরুতেই ভক্তদের চমকে দিলেন ঢাকাই সিনেমার নতুন জুটি আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দীঘি। চলতি বছর মুক্তি পাবে এ জুটির প্রথম সিনেমা ‘টগর’। তার আগে বছরের প্রথম দিনে প্রকাশ্যে এলো সিনেমাটির টিজার। মুক্তির পরই নেটিজেনদের প্রশংসা ভাসছে এটি।

‘টগর’ নির্মাণ করেছেন আলোক হাসান। প্রযোজনা করেছে এ আর মুভি নেটওয়ার্ক। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন আদর।

সিনেমার টিজারে দেখা যায়, ছিন্ন-ভিন্ন নিথর দেহের পা টেনে নিয়ে যাচ্ছে ভয়ঙ্কর এক ব্যক্তি। পাশেই ভয়ার্ত চোখে অসহায় দৃষ্টি মেলে তাকিয়ে আছে একটি মেয়ে। আর তখনই অস্ত্র হাতে তার দিকে তেড়ে আসে আক্রমণকারীর এক ব্যক্তি। এমন উত্তেজনা আর থ্রিলার গল্পে নির্মিত হয়েছে ‘টগর’র টিজার। যা দেখে দর্শকদের কৌতূহল চরমে।

সিনেমাটি নিয়ে আদর বলেন, এই প্রথম এমন একটি চরিত্র করছি। চরিত্রটির মধ্যে তামিল কিংবা বলিউডের ভাইব কাজ করছে। এটা ভিন্ন কিছু হতে যাচ্ছে।

দিঘী বলেন, গল্পটা অসাধারণ। বাণিজ্যিক উপাদান ও চমক মিলিয়ে দারুণ কিছু হতে যাচ্ছে।

প্রঙ্গত, এ আর টীমের কনসেপ্টে আদর-দিঘীর ‘টগর’সিনেমার সংলাপ লিখেছেন মামুনুর রশীদ তানিম। ফেব্রুয়ারির শুরুতে চট্টগ্রামে সিনেমাটির শুটিং শুরু হবে জানা গেছে।


আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘লিপস্টিক’-এর হল সংখ্যা বৃদ্ধি, যা জানালেন আদর আজাদ
নিজের সিনেমার বেহাল দশা দেখে হতাশ পূজা চেরি
ছবি নিয়ে রাজনীতি, কান্নায় ভেঙে পড়লেন নায়ক
রহস্যের ইঙ্গিত দিলেন পূজা-আদর