দিঘী আউট পূজা ইন, অপেশাদারিত্বের অভিযোগ পরিচালকের

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ , ০৬:৫৬ পিএম


দিঘী আউট পূজা ইন, অপেশাদারিত্বের অভিযোগ পরিচালকের
ছবি: কোলাজ

বছরের শুরুতেই ভক্তদের চমকে দিয়েছিলেন ঢাকাই সিনেমার নতুন জুটি আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দীঘি। ‘টগর’ নামে নতুন এক সিনেমার নাম ঘোষণা করেছিলেন নির্মাতা আলোক হাসান। 

বিজ্ঞাপন

ador-dighi--3

অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ করে সেসময় জানানো হয়েছিল যে, সিনেমাটিতে জুটি হয়ে আসছেন আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দীঘি। সম্প্রতি উন্মুক্ত হওয়া সিনেমাটির মোশন পোস্টারে এসে বদলে গেছে নায়িকা। এখানে দীঘির পরিবর্তে দেখা গেছে পূজা চেরিকে।

বিজ্ঞাপন

cinema-togor

এই বিষয়ে জানতে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে প্রার্থনা ফারদিন দিঘীর পেশাদারিত্বের অভাব আছে বলে অভিযোগ তুলেন তিনি। 

আলোক হাসান বলেন, দীঘির দিঘীর পেশাদারিত্বের অভাব আছে। একটা প্রজেক্ট করতে গিয়ে আমি এটা অনুভব করেছি। তার স্ক্রিপ্ট সম্পর্কিত ইস্যু আছে, যোগাযোগের ঘাটতি আছে, প্রমোশনাল অ্যাঙ্গেলজনিত কিছু ইস্যু আছে। এরকম একাধিক ইস্যু থাকার কারণেই মূলত তাকে বাদ দেওয়া হয়েছে। একটা প্রজেক্ট শুরু করার মুহূর্তেই যদি এরকম হয় তাহলে সিনেমা রিলিজের সময় তার থেকে আমি কি সহযোগীতা আশা করতে পারি?’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দীঘির সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝামেলা নেই। তা নাহলে একজন শিল্পীকে সাইন করিয়ে, টিজার শুট করিয়ে তাকে বাদ দেওয়ার তো কোনো কারণ নেই। একটা টিজার শুট করার পেছনেও তো বিনিয়োগ করতে হয়েছে। সেটা কোনো ছোট বিনিয়োগও না। এর পরেও এরকম একটা সিদ্ধান্ত নেবার পেছনে নিশ্চয় কোনো সঠিক কারণ আছে। নয়তো কোনো টিমই কিন্তু এরকম চায় না।

tagar

আগামী ২৫ ফেব্রুয়ারি চট্টগ্রামে সিনেমাটির শুটিং শুরু হবে। সেখানে প্রায় ২০-২৫ দিনের মতো শুটিং হবে বলে জানান পরিচালক।   

সিনেমাটিতে আদর ও পূজা ছাড়াও অভিনয় করছেন আজাদ আবুল কালাম , রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন,এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ। সিনেমাটি আগামী ঈদুল আযহায় মুক্তি দেওয়ার জন্য নির্মিত হচ্ছে বলে জানা গেছে।

আরটিভি/এএ


 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission