ঢাকাশুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

তবে কি ৩৭ বছরের দাম্পত্যে চিড় গোবিন্দ-সুনীতার

বিনোদন ডেস্ক, আরটিভি

রোববার, ০৫ জানুয়ারি ২০২৫ , ১০:১৯ এএম


loading/img
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি গোবিন্দ ও সুনীতা আহুজা। ১৯৮৭ সালে ভালোবেসে বিয়ে করেন তারা। ৩৭ বছরের দাম্পত্য জীবন গোবিন্দ-সুনীতার। ইন্ডাস্ট্রির সুখী দম্পতিও বলা হয় তাদের। কিন্তু এবার যেন সেই সুখের পালে হানা দিতে চাচ্ছে বিচ্ছেদের সুর।

বিজ্ঞাপন

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের একটি সাক্ষাৎকারে সুনীতা জানান, বর্তমানে আলাদা থাকছেন তারা। সন্তানরাও মায়ের সঙ্গে থাকেন। অন্যদিকে সেই বাড়ির বিপরীতে একটি বাংলোতে একা থাকেন গোবিন্দ।  

সুনীতা বলেন, আমি ওকে বলেছি আগামী জন্মে তিনি যেন আমার স্বামী না হয়। ও কোথাও ঘুরতে যেতে চায় না। আমার তো রাস্তায় ওর সঙ্গে দাঁড়িয়ে একটু ফুচকা খেতেও ইচ্ছে করে। আমরা দুইজনে একসঙ্গে শেষ কবে একটা সিনেমা দেখতে গিয়েছি, সেটাও আমার মনে নেই।

বিজ্ঞাপন

গোবিন্দ পত্নী আরও বলেন, স্বামী এখন তার পিছনে কী কী করেন, তা তিনি জানেন না। কোনো পুরুষকে আসলে বিশ্বাস করা উচিত নয়। মানুষ সময়ের সঙ্গে রং বদলায়। ৩৭ বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে। কিন্তু এখন কী করে আমি কিছুই জানতে পারি না।

সুনীতা বলেন, আগে আমাদের দাম্পত্য জীবন সুরক্ষিত বোধ করতাম। কিন্তু এখন আর করি না। এখন ওর ৬০ এর বেশি বয়স। জানি না, কখন কী করবে। আগে কাজের ব্যস্ততায় কোনো রকম পরকীয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল না গোবিন্দের। কিন্তু এখন তো বসেই থাকে। তাই ভয় হয়, কিছু করে না বসে!

এ দিকে সুনীতার বক্তব্যে বলিউডের অন্দরে গোবিন্দকে নিয়ে শুরু হয়েছে নানান গুঞ্জন। এই তারকা দম্পতি নাকি বিচ্ছেদের পথে হাঁটতে পারেন। এমন চর্চাও শুরু হয়েছে নেটদুনিয়ায়। যদিও এখন পর্যন্ত পাল্টা কোনো প্রতিক্রিয়া জানাননি গোবিন্দ। 

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গেল বছরের অক্টোবরে বাড়িতে অসাবধানতাবশত নিজের পিস্তলের গুলিতে আহত হন গোবিন্দ। শুরু থেকে হাসপাতাল থেকে বাড়ি ফেরা পর্যন্ত স্বামীর পাশেই দেখা গিয়েছিল সুনীতাকে। এবার এটাই দেখার পালা, আগামী দিনে কোন দিকে মোড় নেয় দুজনের সম্পর্কের সমীকরণ। 

আরটিভি/এইচএসকে/এস
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |