ঢাকাThursday, 17 April 2025, 4 Boishakh 1432

পরকীয়ায় অভিযোগ, ভাঙছে গোবিন্দর ৩৭ বছরের সংসার!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ , ০১:৫৫ পিএম


loading/img

দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার। বলিউডের সুখী দম্পতি হিসেবে পরিচিত তারা। তবে এবার সেই সুখের সংসারে অসুখ বাসা বেঁধেছে। 

বিজ্ঞাপন

সম্প্রতি তা ফাঁস করেছেন অভিনেতা গোবিন্দর স্ত্রী সুনীতা। পরকীয়ার অভিযোগ এনেছেন নায়কের বিরুদ্ধে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, অর্ধেক বয়সী মারাঠি এক অভিনেত্রীর প্রেমে পড়েছেন গোবিন্দ। তার সঙ্গেই খাচ্ছেন ডুবে ডুবে জল। গুঞ্জন, সেই জলেই টালমাটাল নায়কের সংসার। 

এক সাক্ষাৎকারে গোবিন্দপত্নি বলেন, আগে আমাদের দাম্পত্যে সুরক্ষিত বোধ করতাম। কিন্তু এখন আর করি না। এখন ওর ৬০-এর বেশি বয়স। জানি না, কখন কী করবে।

বিজ্ঞাপন

সুনীতা জানান, আগে কাজের ব্যস্ততায় কোনোরকম পরকীয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল না গোবিন্দের। কিন্তু এখন তো বসেই থাকে। তাই ভয় হয়, কিছু করে না বসে!

গোবিন্দের ক্যারিয়ারে যখন ভরা বসন্ত তখন ঘরে তোলেন সুনীতাকে। তবে ক্যারিয়ারে প্রভাব পড়তে পারে বলে বিয়ের কথা গোপন রেখেছিলেন। তিন বছর পর প্রকাশ্যে আনেন পরিণয়ের কথা। 

একসময় ভালোবাসার ঘনবসতি ছিল গোবিন্দ-সুনীতার ঘরে। তবে আজ তার এতই অভাব যে দুজনের ঘরই আলাদা হয়ে গেছে। একসঙ্গে থাকার তাগিদও ফুরিয়েছে। দুই সন্তান নিয়ে স্ত্রী থাকেন। অন্যদিকে নিজের বাংলোয় একা থাকেন গোবিন্দ। 

বিজ্ঞাপন

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |