ঢাকাশুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

থাকতে নয়, জামা-জুতা রাখতে আলাদা ফ্ল্যাট কিনেছেন অভিনেতা

বিনোদন ডেস্ক, আরটিভি

রোববার, ২৬ জানুয়ারি ২০২৫ , ০৫:৪৬ পিএম


loading/img
ক্রুষ্ণা অভিষেক

তারকাদের শখের কোনো শেষ নেই। তবে এবার ব্যতিক্রম শখ দেখা গেছে বলিউড অভিনেতা ও কমেডিয়ান ক্রুষ্ণা অভিষেকের। ক্রুষ্ণার আরেকটি পরিচয় হলো, তিনি অভিনেতা গোবিন্দর ভাগ্নে। 

বিজ্ঞাপন

একটা সময় মামার পোশাক পরে বেড়ে উঠেছেন। আর এখন নিজের পোশাকের জন্যই রয়েছে তার আলাদা একটি ফ্ল্যাট রয়েছে তার। নিয়মিত নিজের পছন্দসই পোশাক, জুতা, প্রসাধনী, ঘরিসহ আরও অনেক কিছু কেনাকাট করতে ভালোবাসে ক্রুষ্ণা। 

এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, জামাকাপড় ও জুতার বিপুল সংগ্রহের স্টোরেজ স্পেস ব্যবহারের জন্য তিন রুমের একটি ফ্ল্যাট কিনেছিলাম। শুধু তাই নয়, প্রতি ছয় মাস অন্তর নিজের জামাকাপড় বদলান ক্রুষ্ণা। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মামা গোবিন্দর জামাকাপড় পরেই বড় হয়েছি। আমি যখন কলেজে পড়তাম তখন মামা সব বড় ব্র্যান্ডের পোশাক পরতেন। সে সময় ব্র্যান্ড সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না।  মামা তখন প্রাডা, গুচি পরতেন। বছরের পর বছর ধরে আমি তার সেই ব্র্যান্ডের শার্ট ও জ্যাকেট পরতাম।


আরটিভি/এইচএসকে-টি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |