সাইফের ওপর হামলার পরের ফুটেজ প্রকাশ, মিলেছে চাঞ্চল্যকর তথ্য
সাইফ আলী খানের ওপর হামলাকারী যুবককে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। ভারতের বান্দ্রা রেলস্টেশনে অভিযান পরিচালনার সময় অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
ভারতীয় গণমাধ্যম টাইম অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাইফকে হামলার ঘটনায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকে মুম্বাই পুলিশের অপরাধ দমনে সাত সদস্যের দল গঠন করে চিরুনি অভিযান শুরু করেন। পরে শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে বান্দ্রা রেলস্টেশনে ঘোরাঘুরি করতে দেখা যায় অভিযুক্তকে। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে মুম্বাই পুলিশের নজরে আসে এবং গ্রেপ্তার করা হয় তাকে।
এদিকে, বলিউড অভিনেতা সাইফ আলি খানকে হামলায় জখম করার দুদিন পর দুষ্কৃতির নতুন দুটি ছবি প্রকাশ্যে এসেছে। একটি ছবিতে দেখা গেছে, সাইফের বান্দ্রার বাড়িতে যে জামা পরে দুষ্কৃতি এসেছিলেন, পরে সেই জামা বদলে অন্য পোশাক গায়ে চাপিয়ে নিয়েছিলেন।
সিসিটিভির ফুটেজ থেকে এই ছবি হাতে এসেছে পুলিশের। আরও একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হামলার পর দুষ্কৃতি একটি দোকান থেকে হেডফোন কিনছেন।
পুলিশ সূত্র জানাচ্ছে, হামলার পর দুষ্কৃতিকে দাদর-এর লক্ষ্মী হোটেলের কাছে ‘ইকরা’ নামে একটি মোবাইল ফোনের দোকান থেকে হেডফোন কিনতে দেখা গেছে।
শুক্রবার রাত ৯টা নাগাদ লক্ষ্মী হোটেল এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মুম্বাই অপরাধ দমন শাখা দুষ্কৃতীর ছবি দেখতে পেয়েছে। আরেকটি ছবিতে দেখা গেছে, বান্দ্রা রেলস্টেশনে সে পোশাক পরিবর্তন করেছে। পোশাক বদলের কারণ হচ্ছে, পুলিশের চোখে ধুলো দেওয়া। কিন্তু তার পিঠে থাকা ফাস্ট ট্র্যাক ব্র্যান্ডের ব্যাগটি তাকে চিনিয়ে দিয়েছে।
পুলিশ সূত্র জানাচ্ছে, সাইফ আলি খানকে হামলার পর দুষ্কৃতি বান্দ্রা এলাকাতেই ঘণ্টা পাঁচেক ছিল। গত তিনদিনে দুষ্কৃতির চারটি ছবি প্রকাশ্যে এসেছে। প্রথম ছবিতে একটি হলুদ রঙের জামা পরেছিল সে। পরে বান্দ্রা স্টেশন ও মোবাইলের দোকানে তাকে নীল রঙের জামায় দেখা যায়।
আরটিভি/এএ-টি
মন্তব্য করুন