ঢাকাশুক্রবার, ২৭ জুন ২০২৫, ১৩ আষাঢ় ১৪৩২

প্রতারক চক্র থেকে সাবধান থাকার আহ্বান স্টার সিনেপ্লেক্সের

আরটিভি নিউজ

সোমবার, ০৯ জুন ২০২৫ , ০৫:৫১ পিএম


loading/img

জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স সম্প্রতি এক গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করেছে। অনলাইনে ভুয়া ওয়েবসাইট, পেইজ ও গ্রুপের মাধ্যমে টিকেট বিক্রির নামে কিছু প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে, যারা দর্শকদের ঠকিয়ে দিচ্ছে—এমন অভিযোগ পাওয়া যাচ্ছে নিয়মিতভাবে।

বিজ্ঞাপন

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠানের নাম ও লোগো ব্যবহার করে কিছু প্রতারক সিন্ডিকেট বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফেক একাউন্ট খুলে টিকেট বিক্রির নামে টাকা হাতিয়ে নিচ্ছে। অনেক দর্শক এসব সূত্র থেকে টিকেট কিনে হলে এসে পড়ছেন বিপাকে—তারা বুঝতে পারছেন, টিকেটটি বৈধ নয়। বিষয়টি প্রতিষ্ঠানটির নজরে আসার পর দ্রুত তারা সতর্কতামূলক উদ্যোগ গ্রহণ করেছে।

এ বিষয়ে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা চাই না কোনো দর্শক প্রতারণার শিকার হোক। সবাইকে অনুরোধ করছি, ভুয়া ওয়েবসাইট বা ফেসবুক পেইজ থেকে টিকেট না কিনে শুধু আমাদের অফিসিয়াল চ্যানেল ব্যবহার করুন।

বিজ্ঞাপন

দর্শকদের উদ্দেশে তিনি আরও বলেন, www.cineplexbd.com এবং আমাদের অফিসিয়াল মেসেঞ্জার m.me/mycineplex ছাড়া অন্য কোথাও থেকে অনলাইনে টিকেট কিনবেন না। কারো সঙ্গে আপনার ব্যক্তিগত বা পেমেন্ট সংক্রান্ত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন। এছাড়া, আমাদের যেকোনো শাখার কাউন্টার থেকেও সরাসরি টিকেট সংগ্রহ করতে পারেন।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বিশ্বাস করে, দর্শকদের সঙ্গে গড়ে ওঠা দীর্ঘদিনের আস্থা ও সম্পর্ক নষ্ট করার অপচেষ্টা যেন সফল না হয়—এজন্যই এ ধরনের প্রতারণার বিরুদ্ধে সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |