সাইফ আলীকে ছুরিকাঘাত, গ্রেপ্তারকৃত শেহজাদের বাড়ি ঝালকাঠি!

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ , ০৩:০৮ পিএম


সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর ছুরিকাঘাতের হামলার ঘটনায় তোলপাড় গোটা ভারত। ইতোমধ্যে অভিযুক্ত ব্যক্তি মোহাম্মদ শরীফ উল ইসলাম শেহজাদকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ চালিয়েছে মুম্বাই পুলিশ। অবশেষে মুখ খুলেছেন বলিউডের নবাবকে হামলাকারী। স্বীকার করলেন নিজের অপরাধ।

বিজ্ঞাপন

সাইফকে ছুরিকাঘাত করা মো. শরিফুল ইসলাম শেহজাদের বাড়ি বাংলাদেশের ঝালকাঠি জেলায় বলে জানিয়েছে ভারতের পুলিশ। সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার শেহজাদের অপরাধের ইতিহাস তদন্ত করছে পুলিশ। 

পুলিশ জানিয়েছে, শেহজাদ অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং বিজয় দাস, মোহাম্মদ ইলিয়াসসহ একাধিক নাম ধারণ করেছেন। 

বিজ্ঞাপন

সাইফ আলী খানকে ছুরিকাঘাতের ঘটনায় মহারাষ্ট্রের থানে জেলার ঘোডবন্দর রোডের হিরানন্দানি এস্টেট থেকে তাকে গত রোববার (১৯ জানুয়ারি) গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তারের পর পুলিশের জেরার মুখে শরিফুল জানিয়েছেন, তিনি পতৌদি প্যালেস সম্বন্ধে একেবারেই ওয়াকিবহাল ছিলেন না। জানতেন না, সাইফের বাড়িতে চুরি করতে ঢুকেছেন। এমনকি, অভিনেতাকে পর্যন্ত চিনতেন না। পরে জানতে পারেন, যাকে আক্রমণ করেছিলেন তিনি সাইফ আলী খান।

অন্যদিকে, অভিযুক্তকে পাঁচ দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠানোর পাশাপাশি ঘটনা পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সেজন্য আক্রমণকারীকে ফের সাইফের বাড়িতে ফের নিয়ে যাবে পুলিশ।

বিজ্ঞাপন

এদিকে শেহজাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) দণ্ডবিধি ৩১১, ৩১২, ৩৩১ (৪), ৩৩১ (৬) এবং ৩৩১ (৭) ধারায় মামলা দায়ের করা হয়েছে। 

পুলিশ তাকে বাংলাদেশি দাবি করলেও তার আইনজীবী সন্দীপ শেখেন বলেছেন, পুলিশের কাছে তার বাংলাদেশি হওয়ার কোনো প্রমাণ নেই। তারা বলেছে, ছয় মাস আগে সে এখানে এসেছে; এটি একটি ভুল বিবৃতি। তিনি সাত বছরেরও বেশি সময় ধরে এখানে বসবাস করছেন।

প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে পড়ে। ওই সময় অভিনেতাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা। গুরুতর জখম অবস্থায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে। পরে অস্ত্রোপচারের মাধ্যমে সাইফের শরীর থেকে ২-৩ ইঞ্চি একটি ধারালো বস্তু বের করেছেন চিকিৎসকরা। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা।

আরটিভি/এএ/এস


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission