ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

আমার ঈদের বাজেট বলতে কিছুই নেই: ফারিন খান

আসিফ আলম

মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫ , ১২:৫৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের আজ দ্বিতীয় দিন। আর এই উৎসবকে কেন্দ্র করে সবার মাঝেই দেখা যাচ্ছে এক ভিন্ন আমেজ। পরিবারের সাথে ঈদ করতে অনেকেই গিয়েছেন দেশের বাড়ি। পাশাপাশি এই ছুটিতে বাড়তি আনন্দ যোগ করতে টিভি চ্যানেল, ওটিটি, ইউটিউবে আসছে অনেক নতুন নাটক, ওয়েবফিল্ম শুরু করে নানা ধরণের কন্টেন্ট। পাশাপাশি নিজেকে একটু সবার থেকে ভিন্ন করে সাজাতে নিচ্ছেন অনেকেই অনেক প্রস্তুতি। সবকিছু মিলিয়ে পিছিয়ে নেই শোবিজ তারকারাও। ঈদ নিয়ে পরিকল্পনা ও সমসাময়িক নানা বিষয় নিয়ে আরটিভির সঙ্গে কথা হলো ছোট ও বড় পর্দার অভিনেত্রী ফারিন খানের সঙ্গে। জানালেন ঈদ পরিকল্পনা সহ নানা কথা।

বিজ্ঞাপন

465590183_18331807189144576_3709647185390096899_n

আরটিভি: ঈদ কেমন কাটলো? 

বিজ্ঞাপন

ফারিন: ঈদ সবসময় সাভারেই করি। অনেকেই মনে করেন আমার বাড়ি সাভারে। কিন্তু আমার আসল বাড়ি ইন্ডিয়ার বহরমপুরে। তারপর বাংলাদেশে আসার পর কুষ্টিয়ায় মাঝে মাঝে ঈদ করেছি। ইন্ডিয়ায় তেমনভাবে আমার ঈদ করা হয়নি। ইচ্ছে আছে ভবিষ্যতে সেখানে ঈদ করার। এবার ঈদ সাভারেই করেছি। 

তিন বছর হলো আমি আমার ছোট খালুকে মিস করছি। কারণ তিন বছর হলো তিনি মারা গেছেন। উনার সাথে আমার ঈদের অনেক স্মৃতি আছে। আমার খালু বাংলাদেশ ব্যাংকে জব করতো ওখান থেকে বাসায় ফেরার আগে মানে সন্ধ্যার দিকে আমি তখন রোজ তাদের বাসায় যেতাম। দেখতাম নতুন জামা এনেছে কিনা? খালু রোজ বলতেন অনেক খুঁজেছি কিন্তু ভালো ড্রেস পায়নি। দেখা যেত ঈদের আগের দিন রাতে কল দিতেন বলতেন আমার জন্য সারপ্রাইজ আছে। আমি বাসায় গিয়ে আলমারি থেকে নতুন জামা বের করতাম। প্রতিবছর খালু আমার জন্য রানী টাইপ ড্রেস নিয়ে আসতেন। খালুকে এ বছর অনেক মিস করেছি।

আরটিভি: ঈদের বাজেট কত ছিল? 

বিজ্ঞাপন

ফারিন: আমার ঈদের বাজেট বলতে কিছুই নাই কারণ আমি ঈদে কখনোই কিছু নিজের জন্য কিনি না। আর কিনলেও সেটার জন্য সর্বচ্চ পাঁচ হাজার টাকা বাজেট থাকে একটা ড্রেস কেনার জন্য। 

465372769_3985233408375413_2681551967734008493_n

আরটিভি: ঈদ নিয়ে মজার কোন স্মৃতি?

ফারিন: ছোট বেলায় ঈদে সালামির জন্য নতুন একটা ব্যাগ কিনতাম। আর ঐ ব্যাগ নিয়ে বাড়ি বাড়ি যেতাম সালামি নেয়ার জন্য। 

আরটিভি: তারকা হবার পর ঈদ কেমন কাটছে? 

481999746_4089132841318802_8149279552050069811_n

ফারিন: নিজের কাজ নিয়ে আসলে ঈদ কাটে তারকা হওয়ার পর। এবার ঈদেও আমার পাঁচটি কাজ মুক্তি পাচ্ছে। সবাইকে দেখার অনুরোধ রইলো। 

আরটিভি: ঈদে কোন কোন সিনেমা দেখা হবে? 

ফারিন: শাকিব ভাই আমার অনেক পছন্দের নায়ক। তার কোন কাজ আমি মিস করি না। সবার আগে শাকিব ভাইয়ের বরবাদ দেখবো। এরপর মুক্তি পাওয়া সব সিনেমা গুলোই দেখবো। 

1712924886_1

আরটিভি: নতুন কাজ নিয়ে জানতে চাই... 

ফারিন: নতুন কাজ বেশ কয়েকটি আসছে। যার মাঝে মুশফিক আল ফারহান ভাইয়ের সঙ্গে আবদার, আই লাইভ ইউ টিজার, প্রেমি। ইরফান সাজ্জাদের সঙ্গে আসছে ফাইয়ার ফাইটার ও আজান। সবগুলো কাজ ইদে মুক্তি পাচ্ছে তাই অনেক বেশি এক্সাইটেড। 

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |