• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান-ফারিনের ‘মনের মাঝে তুমি’

আরটিভি নিউজ

  ২৩ ডিসেম্বর ২০২৪, ১৬:৪১
আরটিভি
ছবি: আরটিভি

চোখেমুখে তার অভিনয়। বডি ল্যাংগুয়েজও সেটা বলে। নানামাত্রিক চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন। যে চরিত্রই করেন, সেটাই যেন ধারণ করে ফেলেন সাবলীলভাবে। বলছি ছোট পর্দার বর্তমান সময়ের দর্শকপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানের কথা।

অন্যদিকে অভিনেত্রী ফারিন খান, সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু তার। ‘ধ্যাততেরিকি’ ছবির নায়িকা ছিলেন তিনি। তবে সিনেমা নয়, ফারিন খান এখন পুরোপরি নাটকের অভিনেত্রী। মাঝে মধ্যে আবার উকি দিচ্ছেন ওটিটির পর্দায়ও।

এবার এই দুই তারকা একসঙ্গে কাজ করলেন নতুন একটি নাটকে। আব্রাম তামিমের চিত্রনাট্য ও সংলাপে ‘মনের মাঝে তুমি’ শিরোনামের নাটকটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। সম্প্রতি নবাবগঞ্জের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

নাটকটি নিয়ে মুশফিক আর ফারহান বলেন, ভিন্ন ভিন্ন গল্পে কাজ করতে সবসময়ই ভালো লাগে আমার। রুবেলের গল্পটিতে বেশ ভিন্নতা আছে। আশাকরি দর্শকরা নাটকটি উপভোগ করবে।

নতুন নাটকটিতে নিয়ে ফারিন খান বলেন, ‘মনের মাঝে তুমি’ শিরোনামের নাটকটির গল্প লিখেছেন আমাদের নির্মাতা রুবেল ভাই নিজেই।তার লিখা গল্পে বরাবরই ভিন্নতা থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। পাশাপাশি মুশফিক আর ফারহান ভাই এক কথায় চমৎকার অভিনেতা। আশাকরি সব মিলেয়ে দর্শকদের নাটকটি বেশ ভালো লাগবে।

‘মনের মাঝে তুমি’ নাটকটি বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেসরকারি টেলিভিশন আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে আরটিভির পর্দার রাত ৮ টায় প্রচারিত হবে।

আরটিভি /এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজেসির নতুন সদস্য সচিব আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন
আরটিভিতে আজ (২২ জানুয়ারি) যা দেখবেন
আরটিভির নতুন ধারাবাহিক ‘ইউনাইটেড স্টেট অব বরিশাল’
আরটিভিতে আজ (২১ জানুয়ারি) যা দেখবেন