ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

বাবা-মেয়ে এবার সিনেমার জুটি

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮ , ০৩:৪১ পিএম


loading/img

বলিউডের হালের ক্রেজ সারা আলি খান। নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের খবর, এবার বাবা সাইফ আলি খানের সঙ্গেই নাকি স্ক্রিন শেয়ার করবেন সারা।

বিজ্ঞাপন

সিনেমাটি নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে এ নিয়ে জোর জল্পনা-কল্পনা চলছে।  

শোনা যাচ্ছে, পরিচালক নিতিন কক্করের নতুন সিনেমায় বাবা-মেয়ের চরিত্রে দেখা যেতে পারে সাইফ-সারাকে। বাবা-মেয়ে দুজনেই সিনেমার গল্প পছন্দ করেছেন। আর সে কারণেই ধারণা করা হচ্ছে ‘রিয়েল’-এর মতো রিলেও জুটি বাঁধতে পারেন তারা।

বিজ্ঞাপন

‘কেদারনাথ’ এবং ‘সিম্বা’ সিনেমার পর এখন নতুন সিনেমা নিয়ে বেশ আলোচনায় আছেন সারা।

বর্তমানে রোহিত শেঠির ‘সিম্বা’ নিয়ে ব্যস্ত সারা আলি খান। করণ জোহরের প্রযোজনায় ‘সিম্বা’-য় সারা আলি খানের বিপরীতে থাকছেন রণবীর সিং। এরই মধ্যে তারা দুজন সিম্বার শুটিং-এ অংশ নিয়েছেন।

সাইফ আলি খান এবং অমৃতা সিংহের কন্যা সিনেমায় নাম লেখানোর আগেই নানাভাবে আলোচনায় এসেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি অনেকের হৃদয়ে ঝড় তুলেছেন। বলিউডে সারার ক্যারিয়ার শুরুর বিষয়টি ছিল সময়ের ব্যাপার মাত্র।

বিজ্ঞাপন
Advertisement

হালের নবাগত নায়িকাদের মধ্যে সৌন্দর্যের দিক দিয়ে অনেকের চেয়ে এগিয়ে সারা। সোশ্যাল মিডিয়ার কল্যাণে এরই মধ্যে তার প্রচুর ভক্ত তৈরি হয়েছে। 

এম/পিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |