• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

তবে কি বাগদান সারলেন সাইফপুত্র ইব্রাহিম

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৯ নভেম্বর ২০২৪, ০৯:৪৯
ইব্রাহিম আলী খান

তারকাদের পাশাপাশি তাদের সন্তানদের নিয়েও কৌতূহলের শেষ নেই নেটিজেনদের। বিশেষ করে অভিনেতা সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খানকে নিয়ে অনুরাগীদের উৎসাহ যেন একটু বেশিই। প্রেম থেকে শুরু করে এই স্টারকিডের যেকোনো বিষয়েই জানতে মুখিয়ে থাকেন তারা।

দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারির সঙ্গে প্রেম করছেন ইব্রাহিম। লুকিয়ে নাকি বাগদানও সেরেছেন তারা— এমনটিই ধারণা তার অনুরাগীদের।

সম্প্রতি মালদ্বীপে বেড়াতে যান ইব্রাহিম-পলক তিওয়ারি। সেখান থেকেই বাগদানের গুঞ্জনের শুরু। মালদ্বীপে থাকাকালীন কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন ইব্রাহিম। আর তা দেখে বোঝাই যাচ্ছে কোনো একটা রিসোর্টেই একান্তে সময় কাটাচ্ছেন এই প্রেমিকযুগল।

নেটমাধ্যমে শেয়ার করা দুটি ছবিতে ক্যামেরার দিকে তাকিয়ে ইব্রাহিম। কিন্তু তার ক্যামেরার পেছনে কে! যদিও কমেন্টসবক্সে অনুরাগীরা পলকের নামই নিয়েছেন। তবে অনুরাগীদের এই সন্দেহ আরও স্পষ্ট হয় যখন একই জায়গা থেকে ছবি দেন পলকও।

নেটদুনিয়ায় একটি শর্ট ভিডিও শেয়ার করেন পলক। যেখানে দেখা যাচ্ছে লাভ শেপে মোমবাতি সাজানো। তার মাঝে দুটো চেয়ার। একটিতে বসে রয়েছেন পলক। অন্যটিতে কে রয়েছেন তা প্রকাশ্যে আনেননি।

এমন দৃশ্য নতুন না হলেও এবারের বিষয়টি ছিল তুলনামূলক ভিন্ন। একে তো মালদ্বীপে একান্ত যাপন, তার ওপর আবার প্রোপোজিং স্টাইলে। বলা যায়, যেভাবে প্রেমিক যুগলরা সময় কাটান! সে থেকেই অনুরাগীদের ধারণা করছেন, ইব্রাহিম-পলকের বেলায়ও তেমন কিছুই ঘটল। হয়তো নীরবে বাগদানও সেরে নিয়েছেন তারা।

আরটিভি/এইচএসকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাইফ পুত্রের সঙ্গে মেয়ের প্রেম নিয়ে মুখ খুললেন শ্বেতা
কারিনা ভেবে বিমান কর্মীকে জড়িয়ে ধরলেন সাইফ, অতঃপর...
বাবা মুসলিম, মা হিন্দু— যে ধর্ম অনুসরণ করেন সারা
ছেলের স্বপ্নের কথা ফাঁস করলেন সাইফ-কারিনা