ঢাকারোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

তবে কি বাগদান সারলেন সাইফপুত্র ইব্রাহিম

বিনোদন ডেস্ক, আরটিভি

শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ , ০৯:৪৯ এএম


loading/img
ইব্রাহিম আলী খান

তারকাদের পাশাপাশি তাদের সন্তানদের নিয়েও কৌতূহলের শেষ নেই নেটিজেনদের। বিশেষ করে অভিনেতা সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খানকে নিয়ে অনুরাগীদের উৎসাহ যেন একটু বেশিই। প্রেম থেকে শুরু করে এই স্টারকিডের যেকোনো বিষয়েই জানতে মুখিয়ে থাকেন তারা।

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারির সঙ্গে প্রেম করছেন ইব্রাহিম। লুকিয়ে নাকি বাগদানও সেরেছেন তারা— এমনটিই ধারণা তার অনুরাগীদের।

সম্প্রতি মালদ্বীপে বেড়াতে যান ইব্রাহিম-পলক তিওয়ারি। সেখান থেকেই বাগদানের গুঞ্জনের শুরু। মালদ্বীপে থাকাকালীন কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন ইব্রাহিম। আর তা দেখে বোঝাই যাচ্ছে কোনো একটা রিসোর্টেই একান্তে সময় কাটাচ্ছেন এই প্রেমিকযুগল।

বিজ্ঞাপন

নেটমাধ্যমে শেয়ার করা দুটি ছবিতে ক্যামেরার দিকে তাকিয়ে ইব্রাহিম। কিন্তু তার ক্যামেরার পেছনে কে! যদিও কমেন্টসবক্সে অনুরাগীরা পলকের নামই নিয়েছেন। তবে অনুরাগীদের এই সন্দেহ আরও স্পষ্ট হয় যখন একই জায়গা থেকে ছবি দেন পলকও।

নেটদুনিয়ায় একটি শর্ট ভিডিও শেয়ার করেন পলক। যেখানে দেখা যাচ্ছে লাভ শেপে মোমবাতি সাজানো। তার মাঝে দুটো চেয়ার। একটিতে বসে রয়েছেন পলক। অন্যটিতে কে রয়েছেন তা প্রকাশ্যে আনেননি। 

এমন দৃশ্য নতুন না হলেও এবারের বিষয়টি ছিল তুলনামূলক ভিন্ন। একে তো মালদ্বীপে একান্ত যাপন, তার ওপর আবার প্রোপোজিং স্টাইলে। বলা যায়, যেভাবে প্রেমিক যুগলরা সময় কাটান! সে থেকেই অনুরাগীদের ধারণা করছেন, ইব্রাহিম-পলকের বেলায়ও তেমন কিছুই ঘটল। হয়তো নীরবে বাগদানও সেরে নিয়েছেন তারা।

বিজ্ঞাপন

আরটিভি/এইচএসকে/এস
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |