• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

কারিনা ভেবে বিমান কর্মীকে জড়িয়ে ধরলেন সাইফ, অতঃপর...

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২০ অক্টোবর ২০২৪, ১৬:৫৯
সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম আলোচিত জুটি সাইফ আলি খান এবং কারিনা কাপুর খান। ভালোবেসে ২০১২ সালে বিয়ের পিঁড়িতে বসেন বলিউডের এই দুই তারকা। সম্প্রতি পতৌদি প্যালেসে নিজেদের মতো করে ১২ বছরের বিবাহবার্ষিকী পালন করলেন এ তারকা দম্পতি।

মুম্বাই বিমানবন্দরের সামনে দুই ছেলে তৈমুর আলি খান এবং জাহাঙ্গীর আলি খানকে নিয়ে ফ্রেমবন্দি হন তারা। অফস্ক্রিন হোক কিংবা অনস্ক্রিন দুই মাধ্যমেই সাইফ-করিনা জুটি দর্শকের প্রিয় তালিকায় রয়েছেন।

এমনই এক দিন মুম্বাই থেকে কোথাও যাচ্ছিলেন এ তারকা জুটি। বিমানবন্দরের সামনে যা কাণ্ড ঘটান সাইফ তা দেখে হতবাক সবাই। কেউই আশা করেননি যে তিনি এমনটা করবেন।

এমনিতে কারিনাকে নিয়ে খুবই সংরক্ষণশীল নায়ক। কিন্তু বিমানবন্দরে যে নিজের বউকেই চিনতে পারবেন না তিনি সেটা কেউ আশা করেননি। আসলে সে দিন কারিনার পরনে ছিল কুর্তা তার ওপর লাল রঙের একটি জ্যাকেট। ঠিক হুবহু একটি লাল জ্যাকেট পরেছিলেন বিমানবন্দরেরই একজন নারী কর্মী। তার সঙ্গেই করিনাকে গুলিয়ে ফেলেন সাইফ। বউ ভেবে জড়িয়ে ধরতে যান। সেই মুহূর্ত চোখ এড়ায়নি পাপারাজ্জিদের। সঙ্গে সঙ্গে তা ফ্রেমবন্দি করেন তারা। নিজের ভুল বুঝে সাইফও হেসে ফেলেছিলেন।

তারা যেখানেই যান না কেন সর্বত্র অনুসরণ করেন আলোকচিত্রীরা। তাদের প্রিয় হলেন বেবো এবং তার গোটা পরিবার। তাই কারিনা-সাইফকে সামনে দেখলেই ফ্রেমবন্দি করতে ছাড়েন না কেউ।

এদিকে বর্তমানে ভারতের প্রেক্ষাগৃহে চলছে কারিনা অভিনীত ‘দ্য বাকিংহাম মার্ডার্স’ সিনেমা। এটি বক্স অফিসে তেমন ভালো ব্যবসা করতে পারছে না। তবে এর আগে মুক্তি পাওয়া কারিনার ‘ক্রু’ সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলে।

আরটিভি/এএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে মোদির সঙ্গে দেখা করল কাপুর পরিবার
তবে কি বাগদান সারলেন সাইফপুত্র ইব্রাহিম
যে কারণে সঞ্জয় লীলার ওপর ক্ষুব্ধ কারিনা
কারিনার যে বিষয়ে ঘোর আপত্তি সাইফের