ঢাকাশনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

‘রবীন্দ্রনাথে পাঁচদিন প্রাঙ্গণেমোর’

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ০১ নভেম্বর ২০১৮ , ১১:২৫ এএম


loading/img
‘আমি ও রবীন্দ্রনাথ’ নাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত

রবীন্দ্রনাটকের চর্চা অনেকটাই দিবসকেন্দ্রিক। এমন অভিযোগ করেন কেউ কেউ। তবে এক্ষেত্রে ব্যতিক্রম নাট্যসংগঠন ‘প্রাঙ্গণেমোর’। সারা বছরই রবীন্দ্রনাটকের চর্চা নিয়ে ব্যস্ত থাকে এই নাট্যদলটি। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের ৫টি নাটক নিয়ে ভিন্ন এক আয়োজন সাজিয়েছে প্রাঙ্গণেমোর।

বিজ্ঞাপন

রাজধানীর নাটক সরণীর(বেইলী রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে টানা পাঁচদিন প্রাঙ্গণেমোর প্রযোজিত ৫টি রবীন্দ্রনাটক মঞ্চস্থ হবে। আগামী ২ থেকে ৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটকগুলো মঞ্চস্থ হবে।

এই আয়োজন উদ্বোধন করবেন প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইডিএলসি ফিন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা(সিইও) আরিফ খান। উদ্বোধন শেষে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে ‘শেষের কবিতা’ নাটকটি। এর নাট্যরূপ দিয়েছেন অনন্ত হীরা। নির্দেশনায় রয়েছেন নূনা আফরোজ।

বিজ্ঞাপন

এ আয়োজনের দ্বিতীয় দিন, ৩ নভেম্বর মঞ্চস্থ হবে ‘শ্যামাপ্রেম’ নাটকটি। এটি রচনা করেছেন চিত্তরঞ্জন ঘোষ। নির্দেশনা দিয়েছেন অনন্ত হীরা। ৪ নভেম্বর প্রদর্শিত হবে ‘আমি ও রবীন্দ্রনাথ’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন নূনা আফরোজ।

৫ নভেম্বর মঞ্চস্থ হবে ‘রক্তকরবী’। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। ৬ নভেম্বর প্রদর্শিত হবে ‘চার অধ্যায়’। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনায় রয়েছেন নূনা আফরোজ। 

বিজ্ঞাপন

আরও পড়ুন :

পিআর/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |