ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

জয়ার কলকাতার ছবির স্থিরচিত্র প্রকাশ

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ২৩ জুন ২০১৯ , ০৬:২৯ পিএম


loading/img

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অতনু ঘোষের পরিচালনায় ‘বিনিসুতোয়’ ছবিতে অভিনয় করেছেন। জয়ার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী।

বিজ্ঞাপন

গেল ফেব্রুয়ারিতে ছবির শুটিং শুরু হয়েছে। কলকাতা আর টাকিতে ছবির শুটিং হয়েছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী, চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন, রেশমি সেন, খেয়া চট্টোপাধ্যায়সহ অনেকে।

ছবিটির একটি স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অতনু ঘোষ। সেখানে সাদামাটা পোশাকে জয়ার সঙ্গে ঋত্বিক চক্রবর্তীকেও দেখা গেছে।

বিজ্ঞাপন

ছবির ক্যাপশনে সোশ্যাল মিডিয়াতে পরিচালক লিখেছেন, ‘ছুটি হলে রোজ ভাসাই জলে কাগজ নৌকাখানি-বিনিসুতোয় জয়া আহসান ও ঋত্বিক চক্রবর্তী।’ ছবির গল্প লিখেছেন অতনু ঘোষ নিজেই।

এর আগে কলকাতার সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, অরিন্দম শিল, নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় কাজ করেছেন জয়া। সবগুলো ছবিতেই জয়ার অভিনয় প্রশংসিত হয়েছে। নতুন ছবিতেও দারুণ কিছু উপহার দেবেন জয়া আশা ভক্তদের। 

এম/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |