ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

জয়ার হ্যাট্রিক

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৮ মার্চ ২০২২ , ০৯:২৪ এএম


loading/img

পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন ঢাকার জয়া আহসান। কাজের স্বীকৃতিস্বরূপ টালিউডের ফিল্মফেয়ারে তৃতীয়বারের মতো সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তুললেন গুণী এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যায় কলকাতার একটি পাঁচতারকা হোটেলে বসে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের জমকালো আসর। এদিন প্রায় মধ্যরাতে ফিল্মফেয়ার তাদের অফিশিয়াল সাইটে সেরা অভিনেত্রী হিসেবে জয়া আহসানের নাম ঘোষণা করে। ‘বিনিসুতোয়’ ছবিতে অভিনয়ের জন্য ফের সেরা অভিনেত্রীর তকমা পেলেন জয়া।

বিজ্ঞাপন

এর আগে ২০১৮ সালে ‘বিসর্জন’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান জয়া। এরপর ২০১৯ সালে ‘বিজয়া’ ও ‘রবিবার’ ছবির জন্য ফের এই সম্মাননা পান তিনি।

এছাড়াও ২০১৭ সালে অরিন্দম শীল পরিচালিত ‘ঈগলের চোখ’ ও ২০১৪ সালে অরিন্দমের ‘আবর্ত’ সিনেমার জন্য ফিল্মফেয়ার মনোনয়ন পেয়েছিলেন জয়া আহসান।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |