ঢাকাশনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

'জয়া খুব উঁচু দরের অভিনেত্রী'

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২০ আগস্ট ২০২১ , ০৬:৩৩ পিএম


loading/img
জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শুক্রবার (২০ আগস্ট) কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘বিনিসুতোয়’ চলচ্চিত্র। এতে জয়ার সঙ্গী হয়েছেন টালিউড অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। অভিনেত্রী জয়ার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ তিনি।

বিজ্ঞাপন

জয়ার প্রসঙ্গে ঋত্বিক চক্রবর্তী বলেন, ‘অভিনেতা হিসেবে যখন কাজ করি, তখন আলাদা করে রসায়নের বিষয় মাথায় রাখি না। চিত্রনাট্য, মুহূর্ত সব মিলিয়ে হয়তো পুরো বিষয়টা জমাট বাঁধে। শিল্পী ভালো হলে, তারা হয়তো দৃশ‌্যে আরো পরত যোগ করেন। খুব খারাপ অভিনেতা হলেও আমি বুঝতে পারি না, ভালো করছেন নাকি খারাপ করছেন। তবে জয়া খুব উঁচু দরের অভিনেত্রী। আর এটা জানি বলেই বলছি, ‘বিনিসুতোয়’ ওকে ভালো লাগবে।’

বিজ্ঞাপন

চলচ্চিত্রের দৃশ্যে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে জয়া আহসান

টালিউডের নির্মাতা অতনু ঘোষের পরিচালনায় চলচ্চিত্রটিতে দুই মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জয়া ও ঋত্বিক। অভিনয়ের পাশাপাশি এ সিনেমার একটি গানেও কন্ঠ দিয়েছেন জয়া আহসান। এছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন কৌশিক সেন, চান্দ্রেয়ী ঘোষ, সমন্তক দ্যুতি মৈত্রসহ অনেকেই।

এনএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |