ঢাকাসোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

ইউক্রেনে নতুন জেনারেল নিয়োগ রাশিয়ার  

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৯ অক্টোবর ২০২২ , ১২:০৬ এএম


loading/img
ছবি: সংগৃহীত

ইউক্রেনে নিয়োজিত রুশ বাহিনীর কমান্ডার হিসেবে জেনারেল সের্গেই সুরোভিকিনকে নিয়োগ দিয়েছে মস্কো।

বিজ্ঞাপন

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার (৮ অক্টোবর) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এদিকে চলতি সপ্তাহে ইউক্রেনে রাশিয়ার ৫ সামরিক অঞ্চলের মধ্যে দুটি অঞ্চলের একাধিক কমান্ডারকে বরখাস্ত করার খবর প্রকাশ হয়। এরপরই নতুন করে কমান্ডার নিয়োগ করা হলো।

বিজ্ঞাপন

জানা গেছে, জেনারেল সের্গেইয়ের নব্বইয়ের দশকে তাজিকিস্তান, চেচনিয়াসহ বেশ কয়েকটি বড় যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে। সের্গেই সর্বশেষ ২০১৫ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে সিরীয় ভূখণ্ডে নিযুক্ত ছিলেন।

বাশার আল-আসাদ রুশ প্রেসিডেন্ট পুতিনের অন্যতম মিত্র হিসেবে পরিচিত।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |