ইরানে রহস্যময় ‘রক্তবৃষ্টি’, সৈকত রঙিন লাল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৬ মার্চ ২০২৫ , ০৬:৩৭ এএম


ইরানে রহস্যময় ‘রক্তবৃষ্টি’, সৈকত রঙিন লাল
ছবি: সংগৃহীত

এবার ইরানে এক চমকপ্রদ প্রাকৃতিক ঘটনা নিয়ে তুমুল আলোচনা সৃষ্টি হয়েছে বিশ্বজুড়ে। সম্প্রতি দেশটিতে এক প্রবল বৃষ্টিপাতের পর সমুদ্র সৈকত উজ্জ্বল লাল আভায় রঙিন হয়ে উঠেছিল। অনেকেই একে ‘রক্তবৃষ্টি’ বলে আখ্যা দিচ্ছেন। আবার অনেকে বলছেন, এটি নেহাতই এক প্রাকৃতিক ঘটনা।
 
একজন পর্যটক গাইড সামাজিকমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করে এ বিরল ঘটনার একটি ভিডিও।

বিজ্ঞাপন

যে ভিডিওতে দেখা যায়, প্রবল বৃষ্টির পর পাহাড়ি লাল মাটি ধুয়ে এসে সমুদ্রের পানিতে মিশে গেছে, ফলে সৈকতজুড়ে এক বিস্ময়কর দৃশ্যের সৃষ্টি হয়েছে। ভূমির মাটি ও সমুদ্রের পানির সংমিশ্রণে পানির রং উজ্জ্বল টকটকে লাল হয়ে গেছে।  

ভিডিওর ক্যাপশনে ফারসি ভাষায় লেখা ছিল, ‘প্রসিদ্ধ লাল সৈকতের ভারী বৃষ্টিপাতের শুরু। পর্যটকদের জন্য এটি এক অবিশ্বাস্য অভিজ্ঞতা।’   

বিজ্ঞাপন

এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানান প্রতিক্রিয়া দেখা যায়। 

এক ব্যবহারকারী লেখেন, ‘সুবহানআল্লাহ! কী অপূর্ব সৌন্দর্য! সত্যিই, সৃষ্টিকর্তাই দুই জগতের সর্বশ্রেষ্ঠ চিত্রশিল্পী।’   

বিস্ময় প্রকাশ করে আরেকজন মন্তব্য করেন, ‘এই দৃশ্য সত্যিই অসাধারণ ও অনন্য!’   

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা বলছেন, ইরানের হরমুজ প্রণালির রেইনবো আইল্যান্ডে অবস্থিত এই সৈকত তার প্রাকৃতিক লাল মাটির জন্য বিশ্বজুড়ে পরিচিত। মাটিতে উচ্চমাত্রার আয়রন ও খনিজ পদার্থ থাকার ফলে এটি বছরের বিভিন্ন সময়েই উজ্জ্বল লালচে রঙ ধারণ করে। প্রবল জোয়ারের সময় এই খনিজ উপাদান সমুদ্রের পানির সঙ্গে মিশে সৈকতজুড়ে এক অভূতপূর্ব লালাভ দৃশ্য তৈরি করে, যা অনেকের কাছে মনে হয় যেন কেউ লাল রঙের রং ঢেলে দিয়েছে সমুদ্রে।  

তবে এটি কোনও বিপজ্জনক ঘটনা নয় বরং এই ব্যতিক্রমী প্রাকৃতিক সৌন্দর্য প্রতিবছর দেশ-বিদেশ থেকে অসংখ্য পর্যটককে আকর্ষণ করে, যারা ইরানের এই ‘রক্তবৃষ্টি’র সৈকত স্বচক্ষে দেখতে আসেন।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission