ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

চিংড়ির পাকোড়া তৈরির রেসিপি

আরটিভি নিউজ

শনিবার, ১৪ মে ২০২২ , ০৩:৩২ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

বিকেলের নাস্তায় ঝটপট কিছু খেতে চাইলে তৈরি করতে পারেন চিংড়ি পাকোড়া। এটি রাখতে পারেন ঘরোয়া আড্ডায় কিংবা অতিথি আপ্যায়নে। ঝাল ঝাল এই পাকোড়া শিশুরাও খেতে পছন্দ করে। এটি তৈরির জন্য বাড়তি কিছুর প্রয়োজন পড়বে না, বাড়িতে থাকা নানা উপকরণে সহজেই তৈরি করতে পারবেন চিংড়ি পাকোড়া। চলুন জেনে নেওয়া যাক চিংড়ির পাকোড়া তৈরির রেসিপি—

বিজ্ঞাপন

উপকরণ
চিংড়ি কুচি ১ কাপ, চিকেন কুচি ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, ডিম ১টি, ময়দা ১ কাপ, আদা বাটা আধা চা চামচ। আর মরিচের গুঁড়া আধা চা চামচ, জিরা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ।
এ ছাড়াও লবণ পরিমাণমতো, টেস্টিং সল্ট স্বাদমতো, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, তেল পরিমাণমতো।

প্রণালি
একটি পাত্রে চিংড়ি কুচি, চিকেন কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, জিরা বাটা, লবণ, টেস্টিং সল্ট, গোলমরিচের গুঁড়া, ডিম ও ময়দা মাখিয়ে রেখে দিন আধা ঘণ্টার মতো।
এরপর চুলায় ফ্রাইপ্যান বসিয়ে তাতে তেল দিয়ে গরম করে নিন। তেল গরম হলে তাতে মিশ্রণ থেকে পাকোড়া আকৃতিতে ছাড়ুন। সোনালি করে ভেজে তুলুন। পছন্দের সস বা চাটনি দিয়ে পরিবেশন করুন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |